আজকাল ওয়েবডেস্ক: রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জের পর মানিকতলা। বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল পরিমাণে জয় পেয়ে বিজেপিকে হোয়াইটওয়াশ করল তৃণমূল কংগ্রেস। প্রায় ৬০ হাজার ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে মানিকতলা বিধানসভা থেকে বিধায়ক হলেন সুপ্তি পাণ্ডে। এর আগে সাধন পাণ্ডে বিধায়ক থাকাকালীন রেকর্ড ভোটে জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন তাঁর স্ত্রী। এই জয়ের ফলে রাজ্যে উপনির্বাচনে ফল দাঁড়াল তৃণমূল ৪- বিজেপি ০।
গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন সুপ্তি পাণ্ডে। সকাল দশটা সাড়ে দশটার পর কার্যত তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায়। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষও এদিন সকালে ভিডিও বার্তায় মানিকতলার মানুষকে ধন্যবাদ জানান। ষষ্ঠ দফার গণনা শেষে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। গণনার শেষে দেখা যায় ৬০ হাজারেরও বেশি ভোটে জিতেছে তৃণমূল। দুই দলের প্রার্থীই এদিন সকাল থেকে উপস্থিত ছিলেন গণনাকেন্দ্রে। ছিলেন শ্রেয়া পাণ্ডেও। জয় নিশ্চিত হওয়ার পর কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় মাতেন তৃণমূল প্রার্থী।