• বাড়ি বাড়ি ঘুরে কম দামে সবজি বিক্রি,অভিনব উদ্যোগ সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • মিল্টন সেন,হুগলি : মাঝে থাকবে না কোনও ফড়ে। কৃষকের থেকে সরাসরি গ্রামবাসীদের হাতে পৌঁছবে সবজি। বাজারের তুলনায় অনেক কম দামে গ্রামে ঘুরে কাঁচা আনাজ বিক্রি করবে ভ্রাম্যমাণ গাড়ি। গ্রামের মানুষের জন্য এই অভিনব সবজি বিক্রয়ের উদ্যোগ সিজা কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।

    শনিবার সকালে বলাগড় ব্লকের মুক্তারপুর রেল গেট এলাকায় ভ্রাম্যমাণ এই সবজি বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস। উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মন্ডল প্রামাণিক, জেলা পরিষদের সদস্য পূজা ধর কর্মকার, পুলিশ, সমবায়ের আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

    জানান হয়েছে, আগামী দু সপ্তাহ সবজি নিয়ে দুটো গাড়ি ঘুরবে পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামের পাড়ায় পাড়ায়। আপাতত গাড়িতে কাঁচা আনাজের মধ্যে মিলবে আলু পেঁয়াজ আদা রসুন এবং মুদিখানার জিনিসপত্র। পরবর্তী সময়ে সব রকমের সবজি পাওয়া যাবে ওই ভ্রাম্যমাণ গাড়িতে। সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানিয়েছেন, এই উদ্যোগে বাজারের তুলনায় অনেক কম দামে সাধারণের কাছে সবজি পৌঁছে দেওয়া সম্ভব হবে। কারণ এক্ষেত্রে সরাসরি কৃষকদের এই থেকে দ্রব্য কিনে সেটা তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে।

    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার মূল্যের থেকে কম করে পাঁচ টাকা কমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। আপাতত আলু পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা, আদা এবং রসুন ২০ টাকা একশো গ্রাম হিসেবে বিক্রি করা হবে। আগামী পনেরো দিন এভাবে বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করা হবে। 
  • Link to this news (আজকাল)