• ‌ডেবরায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার তিন জনের দেহ, বিষাক্ত গ্যাসই কাড়ল প্রাণ!‌ ...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সকালে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের চকরাধাবল্লভ গ্রামে। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে এক নাবালক সহ তিন জনের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুজন সরেন (১৫), বদ্রীনাথ হেমব্রম (৫৮) এবং বাপি বাস্কে (৪৫)। কী কারণে তিন জন সেপটিক ট্যাঙ্কে নেমেছিল, তার তদন্ত শুরু হয়েছে। যে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তিন জনের দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক রবি মুর্মুকে আটক করেছে পুলিশ। 




  • Link to this news (আজকাল)