• ‌গেরুয়া শিবিরের জেতা আসন ছিনিয়ে নিল তৃণমূল, উপনির্বাচনে সবুজ ঝড় ...
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উপনির্বাচনে সবুজ ঝড়। তৃণমূল ৪, বিজেপি শূন্য। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি। কিন্তু বিজেপি বিধায়করা তৃণমূলে যোগ দেওয়ায় উপনির্বাচন হয়। তাতে শাসক দলেরই জয়জয়কার। সবচেয়ে বড় কথা মতুয়া গড় হিসেবে পরিচিত বাগদা কেন্দ্রে উপনির্বাচনে প্রায় ৩৪ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের রাজ্যসভার সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুর জিতলেও মাত্র দু’‌মাসের ব্যবধানে হওয়া উপনির্বাচনে নিজের গড় রক্ষা করতে পারলেন না শান্তনু। সবচেয়ে তাৎপর্যের ২০১১ সালের পর বাগদায় ফের ফুটল ঘাসফুল। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর পেয়েছেন ১০৭৫৭৭টি ভোট, বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস পেয়েছেন ৭৪১০৯টি ভোট। ৩৩,৪৬৮ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা। মাত্র ২৫ বছরে বিধায়ক হয়ে কামাল করলেন তিনি। 




  • Link to this news (আজকাল)