• ‌‌উপনির্বাচনের গণনা শুরু, চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল
    আজকাল | ১৩ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুরু চার কেন্দ্রে উপনির্বাচনের ফল গণনা। গত বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ ও কলকাতার মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হয়। এর মধ্যে রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণে ২০২১ সালে বিজেপি জিতেছিল। কিন্তু প্রার্থীরা দলবদল করায় সেখানে উপনির্বাচন হয় গত ১০ জুলাই। আর মানিকতলায় তৃণমূলের বিধায়ক সাধন পাণ্ডে মারা যাওয়ায় সেখানে উপনির্বাচন হয়। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। 

    এদিন শুরুতে চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ। তারপর হবে ইভিএমের ভোট গণনা। কড় নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রগুলিতে। নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশ ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা, বাগদায় ২ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা, রাণাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে হবে ১০ রাউন্ড গণনা। আর মানিকতলায় ৩ টি কাউন্টিং হলে হবে ১৩ রাউন্ড গণনা।

    এখনও অবধি যা জানা গেছে, তাতে চার কেন্দ্রেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।
  • Link to this news (আজকাল)