সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা, চার আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল!
বর্তমান | ১৩ জুলাই ২০২৪
কলকাতা, ১৩ জুলাই: লোকসভার পর এবার উপ নির্বাচনেও অব্যাহত সবুজ ঝড়। উত্তর থেকে দক্ষিণ চার বিধানসভা আসনেই জয়ী তৃণমূল। ভোটের ফলেই এটা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ফের একবার আস্থা রেখেছেন বাংলার মানুষ। গত ১০ জুলাই রাজ্যের চার আসন মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপ নির্বাচন হয়েছিল। ভোট শেষে চার আসনেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল রাজ্যের শাসক দল। আর আজ, শনিবার ইভিএম খুলতেই ঘাসফুলের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। জেতা আসন মানিকতলার পাশাপাশি রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ ছিনিয়ে নিল ঘাসফুল শিবির। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জে জিতেছিল বিজেপি। কিন্তু ওই আসনগুলিতে উপ নির্বাচনে দেখা গেল উল্টো ছবি। বিজেপি সহ বিরোধীদের বিপুল ভোটে ধরাশায়ী করে বড় ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। এদিন সকাল থেকে রাজ্যের চার আসনেই এগিয়ে ছিল ঘাসফুল শিবির। বেলা গড়াতেই ব্যবধান ক্রমশ বাড়াতে থাকে রাজ্যের শাসক দল। হাড্ডাহাড্ডি লড়াই তো দূর, তৃণমূল প্রার্থীদের ধারে কাছেই দাঁড়াতে পারেনি বিরোধীরা, মত রাজনৈতিক মহলের। শাসক দলের মতে, বিরোধীদের কুৎসা, অপপ্রচারের বিরুদ্ধে মত দিয়েছে বাংলার জনগণ। রায়গঞ্জে ৫০ হাজার ৭৭ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই ফলেই স্পষ্ট উত্তরবঙ্গে ক্রমশ আলগা হচ্ছে বিজেপির মাটি, মত রাজনৈতিক মহলের। অপরদিকে দীর্ঘ ১৩ বছর বাদে বাগদায় ফুটেছে ঘাসফুল। ওই আসনে ৩৩ হাজার ৪৫৫ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। জয়ের পাশাপাশি তিনি গড়লেন একটি রেকর্ডও। পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে নাম লেখালেন মধুপর্ণা ঠাকুর। বাগদা ও রায়গঞ্জ আসন তৃণমূলের দখলে আসায় দুটি বার্তা গিয়েছে গেরুয়া শিবিরের কাছে। এক, উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি বৃদ্ধি, দুই মতুয়ারা মুখ ফেরাচ্ছেন বিজেপির দিক থেকে। বাকি দুই আসনেই রেকর্ড ভোটে জিতেছে তৃণমূলের প্রার্থীরা। লোকসভা নির্বাচনে রানাঘাটে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছিল ঘাসফুল শিবির। কিন্তু বিজেপির জগন্নাথ সরকারের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল তাঁকে। তার কয়েক মাস বাদেই রানাঘাট দক্ষিণের উপ নির্বাচনে ফের তৃণমূলের তরফে প্রার্থী করা হয় মুকুটমণিকে। কিন্তু এবারে আর দলকে হতাশ করেননি তিনি। ৩৯ হাজার ৪৮ ভোটে জয়ী হয়েছেন মুকুটমণি। মানিকতলাতেও বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। ওই আসনে ‘সাধন পত্নী’ সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর তাতেই আস্থা রেখেছেন সাধারণ মানুষ। মানিকতলায় ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। তবে শুধুই পশ্চিমবঙ্গে নয়, দেশেও বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। ৯টি বিধানসভা আসনের মধ্যে মাত্র দুটিতে জয়ী হয়েছে বিজেপি। বাকি আসনগুলিতে জয়ের নিরিখে এগিয়ে রয়েছে ইন্ডিয়া।