• তৃণমূল ৪, বিজেপি ০, উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির
    প্রতিদিন | ১৩ জুলাই ২০২৪
  • আজ রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের উপনির্বাচনে কী ফল হয়, সেদিকে নজর সকলের। ভোটের ফলাফল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে।

    দুপুর ১.৩৯: সংগঠন ঠিকমতো সাজাতে না পারায় উপনির্বাচনে বিপর্যয়, জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। 
    দুপুর ১.৩৭: রানাঘাট দক্ষিণে জয়ী তৃণমূলের মুকুটমণি অধিকারী। 
    দুপুর ১.২৬: মানিকতলা তৃণমূলের দখলেই, বিপুল ভোটে জয়ী সাধনজায়া সুপ্তি পাণ্ডে।বেলা ১২.৫৮: ১১ রাউন্ড গণনা শেষে ৩৮ হাজার ৮৩৭ ভোটে জয়ী মুকুটমণি অধিকারী।
    বেলা ১২.৩৩: বাগদায় বিরাট ব্যবধানে জয়ী মধুপর্ণা ঠাকুর।
    বেলা ১১.৪৫: রায়গঞ্জে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। বিজেপিকে পর্যুদস্ত করে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তিনি।
    বেলা ১১.১০: অষ্টম রাউন্ডে রায়গঞ্জের তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৪৬ হাজার ভোটে এগিয়ে।
    সকাল ১০.৪৭: ৬ রাউন্ড ভোটগণনা শেষে ৩১ হাজার ২৮৭ ভোটে এগিয়ে রায়গঞ্জের  তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
    সকাল ১০.৩৪: বাগদা এবং রানাঘাট দক্ষিণেও এগিয়ে তৃণমূল।
    সকাল ১০.১৩: পঞ্চম রাউন্ড শেষে বাগদায় ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
    সকাল ১০.১১: ফল ঘোষণার আগেই রায়গঞ্জে বিজয় উৎসব তৃণমূলের।
    সকাল ১০.১০: তৃতীয় রাউন্ড শেষে ১৩ হাজারের বেশি ভোটে মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে।
    সকাল ১০.৭: চতুর্থ রাউন্ডে ২১ হাজার ৪০৯ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
    সকাল ৯.৪৪: রায়গঞ্জে ১৬ হাজার ৯৫ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 
    সকাল ৯.২০: ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে মানিকতলা বিধানসভা নির্বাচনে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে X হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের।

    সকাল ৯.১৮: দ্বিতীয় রাউন্ড গণনায় রায়গঞ্জে ১০ হাজার ২৫৬ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
    সকাল ৯: প্রথম রাউন্ড গণনায় রায়গঞ্জে ৩ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।
    সকাল ৮.৪৮: বাগদায় এগিয়ে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর।
    সকাল ৮.৪৭: মানিকতলায় এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে।
    সকাল ৮.৩২: প্রাথমিক ট্রেন্ডে রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি।
    সকাল ৮.০৪: কড়া নিরাপত্তায় ৪ কেন্দ্রেই পোস্টাল ব্যালটে শুরু ভোটগণনা।
  • Link to this news (প্রতিদিন)