• 'এ.আই' ভিশন ব্লাইন্ড স্টিক, দৃষ্টিহীনদের জন্য অনবদ্য আবিষ্কার...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: দৃষ্টিহীনদের অবলম্বন লাঠি যদি কৃত্তিম বুদ্ধিমত্তা বা 'এ আই' সমৃদ্ধ হয় তাহলে কেমন হয়? বাস্তবে এমনটাই হয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বন্ধু মিলে দৃষ্টিহীনদের সুবিদার্থে তৈরি করে ফেলেছেন 'এ.আই' ভিশন ব্লাইন্ড স্টিক। তবে তাঁদের এই আবিষ্কার বাণিজ্যিক লক্ষে নয়, নিতান্তই সামাজিক দায়বদ্ধতা থেকে। ইঞ্জিনিয়াররা তাঁদের ছাত্র জীবনে ইঞ্জিনিয়ারিং পঠনপাঠনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করেছেন। এবার সামাজিক দায়বদ্ধতার জায়গায় সমাজের জন্য কিছু করার ভাবনা থেকেই তাঁদের একের পর এক আবিষ্কার সমাজকে তাঁক লাগিয়েছে।

    এই প্রসঙ্গে তরুণ ইঞ্জিনিয়ার অয়ন বাগ জানিয়েছেন, শুরু থেকেই এই লাঠি তৈরি করার পেছনে তাঁদের কোনও রকম ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছিল না। দৃষ্টিহীনদের স্কুলে তাঁরা এই স্টিক দেবেন। তাঁদের তৈরি স্টিক দেখে কেউ যদি বানাতে চান, সেক্ষেত্রে তাঁরা সাহায্য করতে প্রস্তুত রয়েছেন। তাঁদের সংস্থা বাণিজ্যিকভাবে সফটওয়্যার হার্ডওয়ার নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাৃদের এই আবিষ্কার। শনিবার চন্দননগর সুভাষ পল্লীতে এই ব্লাইন্ড স্টিক প্রদর্শন করা হয়। দেখানো হয় এই স্টিকের নানান কার্যকলাপ।
    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)