• জঙ্গিপুরে জয়ী সাংসদের সংবর্ধনা সভাতে অনুপস্থিত দলেরই ৭ বিধায়ক ...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোট মিটতেই ফের একবার মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ 'দ্বন্দ্ব' প্রকট হয়ে উঠল। শনিবার তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা জঙ্গিপুরের দ্বিতীয়বারের নির্বাচিত সাংসদ খলিলুর রহমানের সংবর্ধনা সভাতে দলেরই একাধিক বিধায়ক বিভিন্ন 'ব্যক্তিগত' কারণে অনুপস্থিত রইলেন। আর তাতেই ফের একবার বিতর্ক শুরু হয়েছে।

    অন্যদিকে আজকের সংবর্ধনা সভার অন্যতম আয়োজক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি বিকাশ নন্দ বলেন, 'ব্যক্তিগত কাজে মুর্শিদাবাদ জেলাতে না থাকার জন্য সাতজন বিধায়ক আজকের সংবর্ধনা সভাতে অনুপস্থিত ছিলেন। তাঁদের অনুপস্থিতির কথা আগে থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। তবে একাধিক বিশিষ্ট ব্যক্তি আজকের সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন।'
  • Link to this news (আজকাল)