• ডানকুনিতে ছেলেধরা সন্দেহে অসমের বাসিন্দাকে বেধড়ক মারধর, ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচালেন তৃণমূল কাউন্সিলর ...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে উত্তেজিত জনতার মারধরের অভিযোগ। শনিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডানকুনি বাজার এলাকায়। কোনওরকমে ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে রক্ষা করা হয়। তারপর অভিযুক্তকে সেখানে আটকে রেখে খবর দেওয়া হয় ডানকুনি থানায়।‌ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

    খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। উন্মত্ত জনতার হাত থেকে কোনওরকমে অভিযুক্তকে উদ্ধার করে তাঁর দলীয় কার্যালয় অফিসে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। অনেক বুঝিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে রক্ষা করেন তিনি। তারপরেই থানায় ফোন করে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই ব্যাক্তিকে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বাড়ি অসমে্য নওগাঁওয়ে। কী কারণে তিনি এদিন ডানকুনিতে এসেছিলেন, কেনই বা শিশুটিকে কোলে তুলে নিয়ে পালানোর চেষ্ঠা করছিলেন, তা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)