• রাজনৈতিকভাবে এই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ, উদযাপন ২১ জুলাই, জানালেন মমতা ...
    আজকাল | ১৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চারে চার। লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে ফের উড়েছে ঘাসফুল-এর পতাকা। যাকে সাধারণ জয় নয় বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, 'রাজনৈতিকভাবে এই উপনির্বাচনের যথেষ্টই গুরুত্ব আছে। চারটের মধ্যে তিনটি বিধানসভাই ছিল বিজেপির দখলে। আমরা চারটেতেই জিতেছি।' শনিবার বিকেলে মুম্বাই থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে একথা বলেন তিনি।

    গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে এদিন তৃণমূল নেত্রী জানান, এই মুহূর্তে দেশের রাজনৈতিক ঝোঁক বিজেপির দিকে নয়। যেটা লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে। বরং ঝোঁকটা এখন আইএনডিআইএ বা ইন্ডিয়া জোটের দিকে বলে তিনি মনে করেন। শনিবারের এই জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করে মমতা জানান, লোকসভা ও এই উপনির্বাচনের জয় উদযাপন করা হবে আগামী ২১ জুলাই।
  • Link to this news (আজকাল)