কিরণ মান্না: দিঘা যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা। বাস ও বাইকের সংঘর্ষ। নিয়ন্ত্রণ হারিয়ে বাইককে ধাক্কা বাসের। দুর্ঘটনায় মৃত ২।
ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আর হাসপাতালে মৃত আরও একজন। ঘটনাটি ঘটেছে কাঁথি থানা এলাকায় ১১৬ বি জাতীয় সড়কের উপর ছত্রধরার কাছে। মৃতের নাম বিকাশ রায় এবং প্রকাশ রায়। বাড়ি জুনপুট কোস্টাল থানা এলাকার ভন্ডু বসান এলাকায়। দুর্ঘটনার পর পরই কাঁথি থানার পুলিস উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠালে সেখানে প্রকাশের মৃত্যু হয়।
জানা গিয়েছে, বাইকটি দিঘার দিকে যাচ্ছিল। পিছনদিক থেকে দ্রুত গতিতে একটি বাস যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইটিকে ধাক্কা মারে। বাইকটি বাসের সামনে চাকার তলায় চলে যায়। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান বিকাশ রায়। এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক যানজট তৈরি হয় ১১৬ বি জাতীয় সড়কের উপর।