• সাংস্কৃতিক আদানপ্রদানই লক্ষ্য, চিন সফরে তরুণ ভারতীয় শিল্পীদের দল
    প্রতিদিন | ১৪ জুলাই ২০২৪
  • অর্ণব আইচ: ক’দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সুরে সুর মিলিয়ে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা দিয়েছিলেন কলকাতায় নিযুক্ত চিনা (China) রাষ্ট্রদূত জু উই। চলতি বছরটি যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন সফরের শতবর্ষ, সেকথাও উল্লেখ করেন তিনি। পৃথিবীর দুই প্রচীনতম সভ্যতার অংশীদার দুই দেশের শিল্প ও সাংস্কৃতিক আদানপ্রদানে এবার চিন সফরে যাচ্ছেন ভারত তথা বাংলার তরুণ শিল্পীদের একটি দল। দক্ষিণপশ্চিম চিনের ইউনান প্রদেশে আগামী ২২-২৭ জুলাই একাধিক আলোচনা সভা, সমাবেশ, প্রদর্শনীতে অংশ নেবেন তাঁরা।

    ভারত থেকে যে দলটি সাংস্কৃতিক সফরে চিনে যাচ্ছে তাঁর নেতৃত্বে রয়েছেন অনুরাধা মজুমদার। এছাড়াও ওই প্রতিনিধি দলে রয়েছেন ওডিশি নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়, কত্থক শিল্পী ঐশী ভট্টাচার্য, অধ্যাপক ও গবেষক শ্রীতপা চক্রবর্তী, বিশ্বভারতীর চিনা ভবনের শিক্ষক শুভেন্দু ঘোষাল, রবীন্দ্র কুমার, বিশ্বভারতীর রাশিয়ান বিভাগের শিক্ষক সুভাষ ঠাকুর, কবি ও গায়িকা মৌসুমী হুসেন, চিনা ভাষার শিক্ষিকা সৃজা হাজরা প্রমুখ।
  • Link to this news (প্রতিদিন)