সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় যে কোনও পুজো পার্বণে এবার তারস্বরে ডিজে বাজালেই কড়া ব্যবস্থা নেবে পুলিস। শ্রাবণ মাস জুড়ে কাটোয়া শহরে ভাগীরথী থেকে জল নিতে ভক্তদের ঢল নামে। তারসঙ্গে পাল্লা দিয়ে ডিজে বাজিয়ে চলে উল্লাস। এবার কাটোয়া থানা এলাকাতে ডিজে বাজানো দেখলেই সাউণ্ড বক্স বাজেয়াপ্ত করবে পুলিস। নির্দিষ্ট ধারায় মামলা রুজুও করা হবে৷ পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি থানা এলাকার ডেকোরেটর মালিকদের বৈঠকে ডেকে এমনই কড়া বার্তা দিল কাটোয়া থানার পুলিস।
কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় বলেন, কাটোয়া থানা এলাকার মধ্যে তারস্বরে ডিজে বাজানো দেখলেই আমরা সেই ডিজে বক্স বাজেয়াপ্ত করব।
পুজো পার্বণে ডিজে বক্স বাজানো এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এমনকী ডিজে বক্স বাজানো নিয়ে পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার শব্দে কয়েকদিন ধরে অতিষ্ঠ হয়ে ওঠেন বাসিন্দারা। এলাকার অসুস্থ ও বয়স্ক মানুষরা অসুবিধায় পড়েন। প্রতিবাদ করতে গেলেই তাঁদের কপালে জোটে মার বা অত্যাচার। শুধু তাই নয়, শ্রাবণ মাসে কাটোয়া শহরে ভাগীরথী থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। তাঁরা কাটোয়া শহর থেকে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে রওনা দেন। তাঁদের মনোরঞ্জনের জন্য প্রচুর লরি, ছোট গাড়ি করে বিশাল ডিজে সাউন্ড সিস্টেম এনে প্রতিযোগিতা চলে। এবার এসব দেখলেই কড়া ব্যবস্থা নেবে কাটোয়া থানার পুলিস।
শনিবার কাটোয়া থানায় ডেকোরেটর মালিকদের সঙ্গে বৈঠক করে কাটোয়া থানার পুলিস। কাটোয়া সহ আশপাশের মন্তেশ্বর, পূর্বস্থলী, নদীয়ার কালীগঞ্জ থানার ডেকোরেটর মালিকরাও সেই বৈঠকে যোগ দেন৷ তাঁদের স্পস্ট বার্তা দেওয়া হয়েছে, অতিরিক্ত ডিজে বক্স ভাড়া দেওয়া চলবে না। প্রয়োজনীয় বক্স ভাড়া দিতে হবে। শব্দ দানবের অত্যাচার হলেই পুলিস কড়া পদক্ষেপ নেবে। পাশাপাশি এও বলা হয়েছে, জেবিএল ভাড়া দিলেও তা পরিমাণে অল্প দিতে হবে। নির্দিষ্ট ডেসিবলে তা বাজাতে হবে। কাটোয়া থানা এলাকাতে ডিজের দাপাদাপি হলেই পুলিস সেটা বাজেয়াপ্ত করবে।