• নাটক, গানে মজলেন আসানসোল হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: চিকিৎসার পাশাপাশি নাটক নির্দেশনার কাজও শুরু করেছেন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বে রয়েছেন। ব্লাড ব্যাঙ্কের কর্মীদের নিয়েই নাটক মঞ্চস্থ করলেন আসানসোল রবীন্দ্র ভবনে। আসানসোল সিএমএইচ অফিসের কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ও কম যাননি। তিনিও এক মুকাভিনয়ের নাটক নির্দেশনা করেন। আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী পার্থ কর্মকার গান লিখেছেন। সেই গানে রবীন্দ্রভবনে গলা মেলালেন জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস।


    শনিবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন হল আসানসোল রবীন্দ্র ভবনে। সিএমওএইচ অফিসের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল জেলা হাসপাতাল। স্বাস্থ্যকর্মীরা এদিন অন্যরূপে ধরা দিলেন। এসব কিছুই করা রক্তদানের উৎসাহ বাড়াতে। যাঁরা রক্তদানে ভূমিকা নেন, তাঁদের সম্মানিত করা হয়। নাটক ও গানের বিষয়গুলি সচেতনতার পদক্ষেপ হিসেবেই চয়ন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক পোন্নমবলম এস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)