সংবাদদাতা, কালনা: পঞ্চায়েতস্তরে কাজের গতি আনতে শনিবার পূর্বস্থলী-১ ব্লকের বগপুর ও নাদনঘাট পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজকুমার পান্ডে প্রমুখ। ভোটের জন্য দীর্ঘদিন এলাকার অনুমোদিত প্রকল্পগুলির কাজ থমকে রয়েছে। স্বচ্ছতার সঙ্গে জোর কদমে প্রকল্প রূপায়নের বার্তা দেন মন্ত্রী। রবিবার ১৪ জুলাই থেকে অরণ্য সপ্তাহ শুরু হচ্ছে। সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন ও ডেঙ্গু প্রতিরোধে হাট বাজার পরিষ্কার, পরিচ্ছন্নতার জন্য পথে নামার অনুরোধ করেন। স্বপনবাবু বলেন, লোকসভা ভোটের জন্য রাস্তা, পানীয় জলের পরিষেবা সহ পঞ্চায়েতের বিভিন্ন কাজ আটকে যায়। সকলকে সেই কাজ দ্রুত শেষ করতে বলা হচ্ছে।