• বর্ধমান শহরে ছেলেধরা গুজবে মারধরে ধৃত ৬
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরের তেলমারুইপাড়ায় ছেলেধরা গুজবে অজ্ঞাত পরিচয় এক যুবক ও কিশোরীকে নৃশংসভাবে মারধরের ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছে। শহরের তেলমারুইপাড়া ও ষাঁড়খানা গলি এলাকায় তাদের বাড়ি। ঘটনার দিনই শহরের সর্বমঙ্গলাপাড়া বকুলতলা ও বাঁকা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। একজনকে দু’দিনের পুলিস হেফাজত ও পাঁচজনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


    পুলিস জানিয়েছে, শুক্রবার বেলা ১১টা নাগাদ ছেলেধরা গুজব ছড়িয়ে শহরের তেলমারুইপাড়া এলাকায় এক যুবক ও কিশোরীকে বেধড়ক পেটাচ্ছিল কয়েকজন। মারধরে জড়িতদের মধ্যে কয়েকজন মহিলাও ছিল। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে যুবক ও কিশোরীকে উদ্ধার করে। গলসি থানার পারাজ এলাকায় দু’জনের বাড়ি। তারা সাহায্য চেয়ে বাড়ি বাড়ি ঘুরছিল। সেই সময় কয়েকজন তাদের আটকে মারধর করে বলে ওই যুবক ও কিশোরী পুলিসকে জানায়। ঘটনার কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাব-ইনসপেক্টর কল্লোল কবিরাজের অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছি। গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


    বালিবোঝাই গাড়ি বাজেয়াপ্ত: বালিবোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিস। ট্রাক্টরের চালক শেখ মহম্মদ আসরাফুল ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বর্ধমান থানার ধরমপুরে। পুলিস জানিয়েছে, শুক্রবার রাতে বেলকাশ খেলারমাঠ এলাকা থেকে ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়। চালক বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি।


    বালি বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে শক্তিগড় থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক রামপুকার সিংকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায়। পুলিস জানিয়েছে, শনিবার সকালে জাতীয় সড়ক ধরে ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। শক্তিগড় আন্ডারপাসের কাছে পুলিস ট্রাকটি আটক করে।
  • Link to this news (বর্তমান)