ধসপ্রবণ খনি অঞ্চলের মানুষকে পুনর্বাসন দিতে তৎপরতা, বৈঠক
বর্তমান | ১৪ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বর্ষা নামলেই উদ্বেগ বাড়ে খনি অঞ্চলে। বর্ষার জলের দিকে তাকিয়ে থাকে পূর্ব বর্ধমানের চাষিরা। পশ্চিম বর্ধমানে তার উল্টো চিত্র। ধস প্রবণ খনি অঞ্চলের মানুষজন আশঙ্কায় থাকেন বৃষ্টির জলের চাপে মাটি ধসে তলায় চাপা পড়বেন না তো! সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছে তাদের পুনর্বাসন দিতে হবে। দু’দশকে অধরা পুনর্বাসন। এই অচলাবস্থা কাটাতেই তৎপর রাজ্য সরকার। যে কোনও মূল্যে পুনর্বাসন প্রকল্পের আওতায় থাকা মানুষজনকে ধস প্রবণ এলাকা থেকে সরিয়ে বসতিতে নিয়ে যেতে চায় প্রশাসন। শনিবার আবাসন দপ্তর, শিল্পদপ্তর, এডিডিএ, বিদ্যুৎদপ্তর, ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। যার সংস্থার হাতেই পুনর্বাসন প্রকল্প সম্পন্ন করার দায়িত্ব দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। দ্রুত কোন এলাকার মানুষজনকে পুনর্বাসন দিতে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে পর্যালোচনা হয়। এডিডিএর চেয়ারম্যান বলেন, ২০ দিন দায়িত্ব নিয়েছি। তার মধ্যে এ নিয়ে পাঁচবার বৈঠক করা হল। বুঝতে পারছেন রাজ্য সরকার এই পুনর্বাসন প্রকল্প সম্পন্ন করতে কতটা তৎপর। ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে। সেখানে মানুষজনদের স্থানান্তর করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কারণ, ধস প্রবণ হলেও অনেকেই নিজেদের ভিটেমাটি ছেড়ে যেতে চান না। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, রানিগঞ্জ পুনর্বাসন প্রকল্প সম্পন্ন করা রাজ্য সরকারের অগ্রাধিকার রয়েছে। আমরা চাইছি যত দ্রুত সম্ভব পুনর্বাসন প্রকল্পে মানুষকে স্থানান্তর করার কাজ শুরু করতে।-নিজস্ব চিত্র