• দাসপুরে মেয়ের শ্বশুরবাড়িতে বাবাকে মার, দুই পড়শিকে অস্ত্রের আঘাত
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: মেয়েকে শ্বশুরবাড়িতে কেন ঢুকতে দেওয়া হবে না- তা জানতে চাওয়ায় বধূর বাবাকে মারধর করল শ্বশুরবাড়ির লোকজন। তিনি প্রাণভয়ে পাশের বাড়িতে উঠলে দুই প্রতিবেশীকেও ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে তারা। শনিবার দাসপুর থানার ইসবপুর গ্রামে এমন অভিযোগ উঠেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করছে। ২০১৬ সালে ওই থানারই উদয়চকের বাসিন্দা স্বপন ওঝার মেয়ে সুস্মিতার সঙ্গে ইসবপুরের সুরজিৎ মানিকের বিয়ে হয়। সুস্মিতা বলেন, বিয়ের পর থেকে আমাদের বেশ সুখের সংসার ছিল। আমার স্বামী পেশায় স্বর্ণশিল্পী। তাই আমি বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর সঙ্গে ভিনরাজ্যে প্রায় পাঁচ বছর ছিলাম। কিন্তু বেশ কয়েকবছরেও আমাদের সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা আমাকে আর সহ্য করতে পারছে না। সন্তান না হওয়ার জন্য আমাকে প্রতি মুহূর্তে নানা গঞ্জনা শুনতে হয়েছে। ওরা আমাকে বলে দিয়েছে, আমার স্বামীর আবার বিয়ে দেবে। আমি যেন আর শ্বশুরবাড়িতে পা না রাখি।প্রায় ছ’মাস বারবার চেষ্টা করেও সুস্মিতা শ্বশুরবাড়ি যেতে পারেননি।   সুস্মিতার বাবা ভুল বোঝাবুঝি দূর করার জন্য এদিন সুরজিৎদের বাড়ি এসেছিলেন। স্বপনবাবু বলেন, মেয়েকে সংসার করানোর কথা বলতেই  জামাই, মেয়ের শ্বশুর ও শাশুড়ি আমাদের উপর হামলা চালায়। সেখান থেকে বেরিয়ে এসে এক প্রতিবেশী পরিবারকে ঘটনাটি বলছিলাম। সেসময় ওরা বাড়ি থেকে বেরিয়ে নিজেদেরই পড়শি দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে।
  • Link to this news (বর্তমান)