• হাতজোর করে ফুটপাত দখলমুক্ত করার আর্জি জানালেন চেয়ারম্যান
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বৃহস্পতিবার বালুরঘাট শহরে থানা মোড় থেকে বাজার হয়ে বাসস্টান্ড পর্যন্ত অভিযান চালায় পুরসভা। অভিযানে ব্যবসায়ীরা সবাই ফুটপাত থেকে সামগ্রী তুলে নেন। কিন্তু শনিবার ফের ফুটপাতে অনেককেই সামগ্রী রেখে ব্যবসা করতে দেখা গেল। এমনকী নিজের দোকানে ছাউনি থেকে বেরিয়ে এসে ব্যবসা করছিলেন তাঁরা। এই অবস্থায় শহরে ফের অভিযান চালাল পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও থানার আইসি শান্তিনাথ পাঁজা। অভিযানে নেমে দু-একজন ব্যবসায়ীর সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়। বাকি দোকানদারদের হাতজোর করে ফুটপাত দখল না করার অনুরোধ জানান অশোক। 


    শহরের নানা প্রান্তে ফ্রি পার্কিং জোনের পোস্টারও লাগালেন আইসি ও চেয়ারম্যান। শহরের যত্রতত্র বাইক পার্কিয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিস। অন্যদিকে, শহরের গার্লস হাইস্কুলের সামনে হকার্স জোন নিয়ে সার্ভে করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিস সুপার চিন্ময় মিত্তাল। পুরসভার চেয়ারম্যান বলেন, আমরা শহরে লাগাতার অভিযান চালাচ্ছি। শহরে ৯৯ শতাংশ ব্যবসায়ী আমাদের সহযোগিতা করছেন। বাকি দুই-একজনের জন্য শহরবাসীর সমস্যা যাতে না হয়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


    শহরে অভিযানের পরই ফুটপাত ছেড়ে দেওয়া হচ্ছে। অভিযান শেষ হতেই ফের ফুটপাত দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। যা নজরে আসছে পুরসভারও। ফলে বৃহস্পতিবারের পর শনিবার ফের বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে অনেকেই আগেভাগেই পুলিস দেখে সামগ্রী তুলে নেন। অনেকের আবার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। লাগাতার শহরের সব প্রান্তেই এই নিয়ে অভিযান চলবে বলে জানা গিয়েছে। এদিকে ফুটপাতের লোহার রেলিংগুলি অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। রেলিং সংস্কারের জন্য পূর্ত দপ্তরকে জানিয়েছে পুরসভা।
  • Link to this news (বর্তমান)