• পটাশপুরে কেলেঘাইয়ের পাড়ে অবৈধ দোকান ও বাড়ি সরাতে নোটিস
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: পটাশপুর-১ ব্লকের কেলেঘাই নদীর পাড়ে অবৈধ দোকানপাট ও ঘরবাড়ি সরানোর নোটিস দিচ্ছে সেচদপ্তর। ২৫ জুলাইয়ের মধ্যে ওই এলাকার সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে নিতে হবে। বুধবার থেকে এই সংক্রান্ত নোটিস দেওয়া হচ্ছে। এই কয়েকদিনে পটাশপুরের তালাডিহা, আমগেছিয়া, সেলমাবাদ এলাকায় নদীর পাড়ে থাকা দোকানপাট ও বাড়িতে নোটিস টাঙানো হয়েছে। মাইকে করে সাধারণ মানুষকে এবিষয়ে অবগত করা হচ্ছে। বিডিও বিধানচন্দ্র বিশ্বাস বলেন, বেআইনি নির্মাণ ও দোকানবাড়ি সরাতে নোটিস দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্মাণ সরিয়ে না নিলে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে।


    এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা নদীবক্ষে বেআইনিভাবে গড়ে ওঠা ইটভাটা ও মাছের ভেড়ি সরানোর দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, ২০২১ সালে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বন্যার অন্যতম কারণ, লাঙলকাটা থেকে ঢেউভাঙা পর্যন্ত ৫ কিমি অংশে থাকা বেআইনি ইটভাটা ও ভেড়ি। তাই সেসব আগে সরানোর ব্যবস্থা করা হোক। তারপরই দোকানপাট ও বাড়ি সরাতে প্রশাসন উদ্যোগী হোক। সেগুলি নিয়ে প্রশাসন কেন চুপ, সেই প্রশ্নও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


    পটাশপুরে বন্যার কারণ হিসেবে জেলা প্রশাসনও বেআইনি ইটভাটা ও ভেড়ির প্রসঙ্গ তুলেছিল। এমনকী, জেলা প্রশাসন ৪০টির বেশি ইটভাটা ও ভেড়ি মালিককে উচ্ছেদের নোটিসও দেয়। সেসময় কয়েকজন ইটভাটা মালিক কিছু অংশ ভেঙে সরিয়ে নেন। কিন্তু পরবর্তীকালে ওই বেআইনি নির্মাণ সরাতে প্রশাসনিক উদ্যোগ দেখা যায়নি বলে এলাকাবাসীর অভিযোগ। বিডিও অবশ্য জানিয়েছেন, প্রশাসনিকভাবে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)