সোমবার থেকে পুরুলিয়া জেলায় বালি তোলা বন্ধের নির্দেশ প্রসাশনের
বর্তমান | ১৪ জুলাই ২০২৪
সংবাদদাতা, পুরুলিয়া: আগামী সোমবার থেকে পুরুলিয়া জেলার সমস্ত নদীঘাট থেকে বালি তোলা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। জেলাশাসক রজত নন্দা সম্প্রতি এবিষয়ে একটি নির্দেশিকা জারি করেন। বর্ষার মরশুমের জন্য বালি তোলা আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হল। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত জেলার বিভিন্ন নদীঘাট থেকে বালি তোলা বন্ধ থাকবে।
জেলার একাধিক জায়গায় অন্য বালিঘাটের চালান দেখিয়ে অবৈধভাবে বালির কারবার করা হতো। জেলা প্রশাসনের নির্দেশিকার জেরে বর্ষার মরশুমে অবৈধ বালির কারবার খানিকটা কমবে বলে বাসিন্দারা মনে করছেন। তবে বিভিন্ন নদীঘাট থেকে সাইকেল ও টোটোয় অবৈধভাবে বালি পাচার হয় বলে অভিযোগ। বৈধ নদীঘাট বন্ধ হলেও সাইকেল ও টোটোয় বালি নিয়ে আসা বন্ধ হবে কিনা-তা নিয়ে সংশয় রয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, বর্ষার মরশুমে বালি চুরি রুখতে আরও কড়া পদক্ষেপ করা হবে।