• আজ উল্টো রথ, মন্দিরে ফিরে যাবেন মদনমোহন
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, রবিবার উল্টো রথ। গুঞ্জবাড়ির মাসির বাড়ি থেকে মদনমোহন রথে চেপে ফের মন্দিরে ফিরে আসবেন। বিকেল ৫টায় কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও দুয়াববক্সি অজয়কুমার দেববক্সি রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। 


    চিরাচরিত প্রথা মেনে গুঞ্জবাড়ি থেকে রওনা দিয়ে মদনমোহনের রথ কেশব রোড ধরে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির সামনে দিয়ে কাছারি মোড়ে পৌঁছবে। সেখান থেকে সাগরদিঘিকে ডান দিকে রেখে এসডিও অফিসের সামনে দিয়ে গিয়ে রথ ফের বাঁ দিকে ঘুরবে। এরপর সোজা গিয়ে মন্দিরের মূল ফটকের সামনে পৌঁছবে মদনমোহনের রথ। মন্দিরের মূল ফটকের সামনে রথ পৌঁছলে মদনমোহনকে মন্দিরে নিয়ে প্রবেশ করা হবে। তিনি প্রথমে বারান্দায় বসবেন। সেখানে তিনি ‘হাওয়া খাবেন’। প্রায় ১৫-২০ মিনিট হাওয়া খাওয়ার পর মদনমোহন ঠান্ডা হলে তারপর তিনি সিংহাসনে অধিষ্ঠান করবেন। 


    রথ উপলক্ষে মদনমোহন মাসির বাড়ি যাওয়ায় পর থেকে গত সাতদিন ছোট মদনমোহন সিংহাসনে অধিষ্ঠান করেছেন। এদিন মদনমোহন সিংহাসনে বসলে ছোট মদনমোহন আবার তাঁর আগের জায়গায় ফিরে যাবেন। মদনমোহনের সঙ্গে রাজমাতা ও ডাঙ্গরআই‌ ম঩ন্দিরের বিগ্রহরা এতদিন তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা মদনমোহনের সঙ্গে ফিরলেও, মন্দিরের সামনে থেকে রথে চেপেই তাঁরা নিজেদের মন্দিরে ফিরে যাবেন। মদনমোহনের আশপাশ অর্থাৎ দীনদয়াল ও দীনগোবিন্দও মদনমোহনের সঙ্গে গিয়েছিলেন। তাঁরাও এদিন ফিরে নিজেদের জায়গায় বসবেন। 


    সোমবার অর্থাৎ ১৫ জুলাই মদনমোহনের সঙ্গে থাকা অনন্ত নারায়ণের পুজো হবে। সন্ধ্যা আরতির পর সেই পুজো শুরু হবে। মদনমোহন মন্দিরের বারান্দায় এই পুজোয় শিন্নি ভোগ দেওয়া হবে। ১০১ কেজি এক পোয়া দুধ দিয়ে তাঁর পুজোর প্রসাদ তৈরি হবে। এর সঙ্গে প্রচুর ফল থাকে। এরপর ১৮ জুলাই ছোট মদনমোহন শয়ানে চলে যাবেন। রাসমেলার তিনদিন আগে উত্থান একাদশীর দিন তিনি ফের শয়ান থেকে উঠবেন। 


    মদনমোহন মন্দিরের কর্মী জয়ন্ত চক্রবর্তী বলেন, আজ উল্টো রথে মদনমোহন মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে আসবেন। বারান্দায় বসে হাওয়া খেয়ে ঠান্ডা হওয়ার পর তিনি সিংহাসনে অধিষ্ঠান করবেন। ছোট মদনমোহন তাঁর নিজের জায়গায় ফিরে যাবেন। সোমবার অনন্ত নারায়ণের পুজো আছে। 


    কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের দ্বাদশ যাত্রার একটি হল রথযাত্রা। মদনমোহনের রথযাত্রাকে কেন্দ্র করে গত রবিবার প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। গত সাতদিন মাসির বাড়িতে থেকে অষ্টম দিন মদনমোহন পুনরায় মন্দিরে ফিরে আসেন। রথ উপলক্ষে গুঞ্জবাড়িতে মেলা বসে। সেখানেও মহা সমারোহে মদনমোহনের পুজো, ভোগ নিবেদন ইত্যাদি হয়। রাজ ঐতিহ্য মেনে যুগ যুগ ধরে কোচবিহারে মদনমোহনের রথযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। যা কোচবিহারবাসীর ভাবাবেগের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)