• দুষ্কৃতীদের গুলিতে পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর মৃত্যু
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য লিপি রায়ের স্বামীর। এবং গুরুতর জখম হয়েছেন রামগঞ্জ-২ পঞ্চায়েতের প্রধান তৃণমূলের  রিজুয়ানা পারভিনের স্বামী মহম্মদ সাজ্জাদ। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাপী রায় (৪০)। তিনি রামগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দিন রাত সাড়ে ৮টা নাগাদ রামগঞ্জ এলাকায় একটি লাইন হোটেলে বসেছিলেন দুই তৃণমূল নেতা। সেসময় দুষ্কৃতীরা এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দু’জনই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁদেরকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাপীবাবুকে মৃত বলে ঘোষণা করেন। জখম সাজ্জাদ সাহেবকে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে গিয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)