সংবাদদাতা, শিলিগুড়ি: শহরে কংক্রিটের জঙ্গলে সবুজ হারিয়ে গিয়েছে। ধারাবাহিক সচেতনতা প্রচার ও আবেদন করেও ফ্ল্যাটগুলিতে ফাঁকা জমিতে গাছ লাগানোর ক্ষেত্রে সাড়া মেলেনি। এবার শিলিগুড়ি পুরসভা ফ্ল্যাট বাড়িতে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করতে ট্যাক্স ছাড় দেওয়ার কথা ভেবেছে। শনিবার শিলিগুড়ি পুরসভার ‘টক টু মেয়র’ ফোন ইন লাইভ অনুষ্ঠান এক নাগরিক শহরের সবুজ ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এব্যাপারে তিনি মেয়রের হস্তক্ষেপ চান। এর উত্তরের মেয়র গৌতম দেব বলেন, ফ্ল্যাটের ফাঁকা জায়গায় ভালো গাছ লাগালে ট্যাক্সে ছাড় দেওয়া হবে। ফ্ল্যাটগুলিতে ফাঁকা জায়গা থাকলেও সেখানে কেউ ভালো গাছ লাগাতে চাইছেন না। পরিবেশপ্রেমীরা বারবার শিলিগুড়ি শহরে ফ্ল্যাট কালচারে সবুজ ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাড়ার অলিগলিতে বহুতল ফ্ল্যাট তৈরির পাশাপাশি ফাঁকা জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ফেলা হচ্ছে। শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য রূপক দে সরকার বলেন, আমাদের সংগঠন থেকে শহরের বাড়ি বাড়ি গাছ দত্তক নেওয়ার কর্মসূচি চলছে। তাতে গাছ লাগানোর মতো জায়গা বা মাটি রয়েছে, এমন বাড়ি খুঁজে পেতে আমাদের ঘাম ছুটেছে। বেশিরভাগ বাড়িতেই ফাঁকা জমি থাকলেও মাটি নেই। সেই জায়গা সিমেন্ট দিয়ে বাঁধানো। এতে সবদিক দিয়েই প্রকৃতির উপর চাপ বাড়ছে। বৃষ্টির জল মাটির নীচে যেতে পারছে না। বড় গাছও লাগানো যাচ্ছে না। সবুজ ধ্বংসের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে শহরের বেশকিছু নাগরিক পথকুকুরের বংশবিস্তার ও অত্যাচার নিয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়র জানান, এব্যাপারে এনজিও’র মাধ্যমে পথকুকুরের নির্বীজকরণের কাজ করছে। এই কাজে আরও গতি আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।