• ফের সাংসদকে ঘিরে বিক্ষোভ কুতুবপুরে
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার পুরাতন মালদহ ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর এলাকায় রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেখানে মালদহের বিধায়ক গোপাল সাহা, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীও ছিলেন। শিলান্যাস অনুষ্ঠানে পাশের পাঁচপুকুর গ্রামের আদিবাসী মহিলারা ছিলেন। সাংসদকে কাছে পেয়ে মহিলারা এলাকার রাস্তাগুলির সমস্যা তুলে ধরে মঞ্চের সামনেই ক্ষোভ উগরে দেন। 


    সাংসদও বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে কথা বলতে গিয়ে কার্যত মেজাজ হারিয়ে ফেলেন। ওই মহিলাদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন সাংসদ।


    বিক্ষুব্ধ আদিবাসী গৃহবধূ সঞ্চনা হাঁসদা বলেন, ১০ বছর ধরে আমাদের গ্রামে রাস্তার দাবি জানাচ্ছি। কিন্তু বার বার প্রতিশ্রুতি পেলেও কাজ হয়নি। সেজন্য সবার মধ্যে রাগ ছিল। তাই সাংসদকে বিক্ষোভ দেখিয়ে রাস্তা সংস্কারের কথা বলা হয়েছে।


    মহিলারা বিক্ষোভ দেখানোর পর সাংসদ ওই গ্রামে যান। রাস্তা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সাংসদ খগেন বলেন, কুতুবপুরে রাস্তা হচ্ছে। পাঁচপুকুরে কেন হবে না? বিজেপি সাংসদের আশ্বাস, আগামী সোমবার গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিনিধি যাবেন, রাস্তার মাপজোখ করবেন।


    অনগ্রসর শ্রেণির কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ থেকে ৪৫ লক্ষ ব্যয়ে কুতুবপুরে ১কিমি রাস্তা হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত সোমবার এক নেত্রী এবং জেলা পরিষদের তৃণমূল সদস্যরা এসে আগেভাগেই রাস্তার শিলান্যাস করে গিয়েছেন। এদিন ওই একই রাস্তা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির উদ্যোগে শিলান্যাস করা হয়। এনিয়ে বিজেপি তোপ দাগে। পাল্টা স্থানীয় জেলা পরিষদের নির্বাচিত তৃণমূলের সদস্য নাইকি হাঁসদার দাবি, গ্রামটি আমার জেলা পরিষদ এলাকায়। যে রাস্তা এদিন বিজেপির সাংসদ শিলান্যাস করলেন, আমরা সেটা গত সোমবারই করে দিয়েছি। কারণ, ওটা আমাদের স্কিমে দেওয়া রাস্তা। 


    জেলা পরিষদ সদস্য বলেন, রাজ্য সরকারের তরফে উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিজেপি কোনও কাজ না করায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)