সংবাদদাতা, পতিরাম: এ কে গোপালন কলোনিতে বধূ খুনের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিস। মৃত বধূর স্বামী, শ্বশুর ননদ ও ননদের স্বামীকে পুলিস গ্রেপ্তার করেছে। পাশাপাশি এদিন বালুরঘাট জেলা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বধূর ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতরা হল স্বামী সুরেশ রঞ্জন দাস, শ্বশুর রঞ্জিত দাস, ননদ রঞ্জনা সরকার ও ননদের স্বামী সঞ্জিত সরকার। পণের টাকা আনতে অস্বীকার করায় বধুকে খুনের অভিযোগ উঠেছে। বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় শহরের ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনিতে। বধূর পরিবারের লোকেরা এসে বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারাও। মৃত বধূর নাম প্রিয়াঙ্কা কুমারী দাস (২২)। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন।