• বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, রসাখোয়ায় শোকের ছায়া
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: কাজের সূত্রে ভিনরাজ্যে গিয়ে মৃত্যু হল রসাখোয়ার এক শ্রমিকের। শুক্রবার ভোরে তিনি বেঙ্গালুরুতে মারা যান। পুলিস জানিয়েছে, মৃতের নাম, নজরুল ইসলাম (৪৬)। তাঁর বাড়ি রসাখোয়া-১ গ্ৰাম পঞ্চায়েতের কাচন গ্রামে। একমাসে এই গ্রামের দু’জনের ভিনরাজ্যে মৃত্যু হল। শোকের ছায়া নেমেছে কাচন গ্রামে। 


    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নজরুল বাইশ দিন আগে বেঙ্গালুরুতে কাজে যোগ দেন। শুক্রবার ভোরে হঠাৎই বুকে ব্যথা হলে সহকর্মীদের জানান। কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান  হয়ে পড়েন। অন্য পরিযায়ী শ্রমিকরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার বিমানে কফিনবন্দি হয়ে তার দেহ ফেরে। বাগডোগরা বিমানবন্দর থেকে পরিবারের লোকজন দেহ কাচন গ্রামে নিয়ে আসেন। 


    মৃতের ভাই আব্দুল সামাদ বলেন, দাদার রোজগারেই পরিবার চলত। স্ত্রী সহ তিনকন্যা এবং এক ছেলে রয়েছে। কীভাবে ওর হঠাত্ এমন হল, তা বুঝতে পারছি না। বেঙ্গালুরু পুলিসের সঙ্গে ফোনে কথা বলেছি। পুলিস দেহটি ময়নাতদন্ত করেছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।


    কাচন গ্রামের বাসিন্দা ইলিয়াস আলি বলেন, একমাসের ব্যবধানে একই গ্ৰামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। সরকারের কাছে পরিবারটিকে সাহায্যের আবেদন জানাচ্ছি। 


    এই ঘটনায় করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন, কাচন গ্রামে একমাসে দু’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সরকারি সাহায্য নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। মৃত পরিযায়ী শ্রমিক নজরুল ইসলামের পরিবারের পাশে রয়েছি। 


    তবে গ্রামের বাসিন্দারা এদিন বলেছেন, স্থানীয় এলাকায় কাজ পেলে ঘর ছেড়ে এত দূরে যেতে হত না। সেই জন্য প্রশাসনের উচিত্, স্থানীয়দের কাজের ব্যবস্থা করা।
  • Link to this news (বর্তমান)