আমগুড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে চুরির চেষ্টা, নার্সিংহোমে ভর্তি ৭জন
বর্তমান | ১৪ জুলাই ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি: ঘুমে আচ্ছন্ন শিশু সহ একই পরিবারের সাতজন। প্রত্যেকেরই বর্তমানে চিকিৎসা চলছে জলপাইগুড়ির একটি নার্সিংহোম। পরিবারের দাবি, দুষ্কৃতীরা হয়তো ঘুমের ওষুধ স্প্রে করে চুরির চেষ্টা করছিল। আর সেকারণেই পরিবারের সাতজন সদস্যর এমন পরিস্থিতি। শনিবার বিকেলে ওই পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ময়নাগুড়ির পানবাড়ি গ্রামে। এদিকে, ওই ঘটনার পর অপরিচিত দু’টি গাড়ি এলাকার লোকজন দেখতে পেয়েছিলেন। স্থানীয় যুবকরা গাড়ির পিছুও নিয়েছিলেন। কিন্তু, প্রচণ্ড গতিতে গাড়ি দু’টি চলে যাওয়ায় তাঁরা ধরতে পারেননি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে। দীপক সিংহ বলেন, ঘুমের ওষুধ স্প্রে করে চুরির চেষ্টা করা হয়েছিল। আমি চাইছি পুলিস তদন্ত করে প্রকৃত বিষয়টি সামনে আনুক। জলপাইগুড়ির একটি নার্সিংহোমে দাদা, বউদি, দুই ভাইপো, এক ভাইপোর স্ত্রী, দু’জন পরিচারিকা এবং আমাদের চা ফ্যাক্টরির নাইট গার্ড চিকিৎসাধীন রয়েছেন।