• সাতদিন সময়সীমার পর ফুটপাত থেকে দোকান সরিয়ে দিল ডালখোলা পুরসভা
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, করণদিঘি: সাতদিন সময়সীমা দেওয়ার পরও ব্যবসায়ীরা ফুটপাথ থেকে নিজেদের দোকান সরিয়ে নেয়নি। শনিবার ডালখোলা বাজারের ফুটপাতে আর্থমুভার চালিয়ে একাধিক অবৈধ দোকান ভেঙে দিল পুরসভা।  বাসস্ট্যান্ড  থেকে অভিযান শুরু করে পুরসভা ও পুলিস। দখলমুক্ত অভিযানে নেতৃত্ব দেন পুরচেয়ারম্যান স্বদেশ সরকার, ইসলাম পুর ম্যাজিস্ট্রেট সাহাবাজ সোহেল, ডালখোলা থানার পুলিস। 


    রাস্তা ও ফুটপাতে বহু মানুষ ব্যবসা করেন। কেউ ঠ্যালা গাড়িতে ফলের দোকান, আবার কেউ চায়ের দোকান করে সংসার চালান। মুখ্যমন্ত্রী  জবরদখল সহ ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ দিতেই ডালখোলা পুরসভা সক্রিয় হয়ে ওঠে। 


    কিন্তু ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের। ডালখোলা বাসষ্ট্যান্ডে ফল ব্যবসায়ী সঞ্জয় দাস বলেন, পুরসভা বাসষ্ট্যান্ডে ২০ বছর ধরে ফলের দোকান করছি। সেই দোকান এদিন পুরসভা ভেঙে দিল। এখন কীভাবে সংসার চালাবো? পুরসভা সেই ব্যবস্থা না করেই আমাদের দোকান গুঁড়িয়ে দিল। পাশেই চায়ের দোকান চালান প্রমোদ সাহা। সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষকে চা খাইয়ে যা রোজগার হয়, তা দিয়ে সংসার চালান তিনি। এদিন সকালে পুরসভা সেই দোকান ভেঙে দিতে দেখে তাঁর চোখে জল। প্রমোদ বলেন, এই বাসষ্ট্যান্ডে ১০ বছর ধরে চায়ের দোকান করেই সংসার চালাতাম। এই আয় দিয়েই বাড়ির লোকের ভাত জুটত। পুরসভা আমার ভাতের ব্যবস্থা করতে পারবে? বাজার থেকে বাসষ্ট্যান্ডে পর্যন্ত প্রায় ১০০ ছোট দোকান ভেঙে ফেলল পুরসভা। এতগুলো মানুষের মুখের ভাত কেড়ে নিল। আমাদের বিকল্প জায়গা দিতে হবে। 


    পুরসভার চেয়ারম্যান বলেন, ফুটপাত দখলমুক্ত করতে পুরসভার পক্ষ থেকে মাইকিং করে সাতদিন সময় দিলেও অনেকে জায়গা ছাড়েননি। প্রায় ১০০টি দোকান ফুটপাত ছাড়েনি বলে এদিন পুলিসের উপস্থিতিতে সেগুলি সরিয়ে দেওয়া হল। পুরসভায় আলোচনার মাধ্যমে পুনর্বাসনের জায়গা দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)