রাজগঞ্জে ফুটপাত ফাঁকা করে দিতে ব্যবসায়ীদের সতর্ক করলেন বিডিও
বর্তমান | ১৪ জুলাই ২০২৪
সংবাদদাতা, রাজগঞ্জ: জবরদখলকারীদের দৌলতে রাজগঞ্জ বাজারে মাঝপথে থমকে গিয়েছে ফুটপাত নির্মাণ। শনিবার অভিযানে গিয়ে জবরদখলকারীদের সতর্ক করলেন বিডিও এবং আইসি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বাজার এলাকা বেশ বড়। কিছুদিন আগে বাজার সংলগ্ন রাস্তাটি সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু, ফুটপাত তৈরি করা যায়নি। সেজন্য বর্ষায় সেই কাঁচা জায়গা জলকাদায় জেরবার অবস্থা। এরপর পেভার ব্লক বসিয়ে ফুটপাত তৈরি শুরু হলেও জবরদখলের জন্য মাঝপথে তা বন্ধ হয়ে পড়ে। অনেক ব্যবসায়ী দোকানের পসরা ফুটপাতে সাজিয়ে রাখায় সমস্যা হচ্ছে। অনেকে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে। এর আগে ব্লক প্রশাসন এবং পুলিস ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের বলে। কিন্তু ব্যবসায়ীরা তাতে গুরুত্ব দেয়নি। শনিবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার পথে নামেন। বিডিও বলেন, ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের সতর্ক করা হল। ফুটপাত না ছাড়লে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অভিযানের বিষয়ে মুখে কুলুপ এটেছেন ব্যবসায়ীরা। রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক শেখওমর ফারুক বলেন, নাগরিকদের প্রয়োজনে রাস্তা ছাড়তে হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের জন্য জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।