• তুফানগঞ্জে বিজেপি কর্মীর জমিতে হাল দিলেন তৃণমূলের জেলা সভাপতি
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: শনিবার তুফানগঞ্জ-২ ব্লকের গেদারচরে বিজেপি কর্মী অখিল দাসের জমিতে ট্র্যাক্টর দিয়ে হাল দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। বিজেপি করার অপরাধে সম্প্রতি ছয় গেরুয়া শিবিরের কর্মীর জমিতে হালচাষ বন্ধ রাখার ফতোয়া দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এনিয়ে বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস তৃণমূলের বুথ সভাপতির দলীয় প্যাডে জারি করা ফরমান সোশ্যাল মিডিয়ার পোস্টও করেন। ঘটনাকে ঘিরে ব্যাপক হইচই শুরু হয় রাজনৈতিক মহলে। 


    চাষ বন্ধ রাখার অভিযোগ পেয়ে তৎপর হন অভিজিৎবাবু। যদিও হালচাষ বন্ধের বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন ওই ছয় বিজেপি কর্মী। বিজেপি কর্মী অখিল দাস, ভজন দাস বলেন, কেন আমাদের নাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে, জানা নেই। কেউ আমাদের জমিতে হালচাষ বন্ধ করেনি। পুরোটাই চক্রান্ত। 


    জেলা তৃণমূল সভাপতি বলেন, তৃণমূলের দলীয় প্যাড ছাপিয়ে বিজেপি মিথ্যা অপপ্রচারে করেছিল। এদিন বিজেপি পরিবারগুলিই দলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তৃণমূলকে হেয় করতে গিয়ে ওদের মিথ্যা অপপ্রচার সামনে এল। 


    যদিও এব্যাপারে বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উৎপল দাস বলেন, নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে তৃণমূলকে অন্যের জমিতে হাল দিতে হচ্ছে। সাধারণ মানুষ এর যোগ্য জবাব সময় হলে দেবে।  
  • Link to this news (বর্তমান)