• বিহার থেকে উদ্ধার ইংলিশবাজারের অপহৃত নাবালক, গ্রেপ্তার বউদি
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মালদহ: বিহারের কাটিহার জেলা থেকে অপহৃত নাবালক পড়ুয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করল ইংলিশবাজার থানার পুলিস। গ্রেপ্তার করা হয়েছে ওই নাবালকের বউদি জাহিরা খাতুনকে। ওই তরুণীই ইংলিশবাজারের যদুপুরের বাসিন্দা ওই নাবালককে অপহরণ ও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে অভিযোগ নাবালকের পরিবারের। তবে ধৃত বধূ তাঁর বিরুদ্ধে ওঠা অপহরণের অভিযোগ অস্বীকার করেছে। এদিকে নাবালককে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার পরিবারের সদস্যরা। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, ৮ জুলাই বিহারের কাটিহারে নিজের বাপের বাড়িতে গিয়েছিল ওই তরুণী বধূ। সঙ্গে নিয়ে গিয়েছিল তাঁর নাবালক দেওরকেও। ওই নাবালক ইংলিশবাজারের যদুপুর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া। 


    নাবালকের পরিবারের অভিযোগ, কাটিহারে নিয়ে গিয়ে তার ওপরে অকথ্য অত্যাচার করে ওই বধূ ও তার এক পুরুষ সঙ্গী। পরে সেই অত্যাচারের ভিডিও নাবালকের বাড়িতে পাঠিয়ে দুই লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে। কিন্তু নাবালকের নিম্নবিত্ত পরিবারের পক্ষে ওই অর্থ দেওয়া সম্ভব ছিল না। তারা পুলিসের দ্বারস্থ হয়। 


    এরপরই আসরে নামে ইংলিশবাজার থানার পুলিস। একটি বিশেষ দল গঠন করা হয়। কাটিহারে গিয়ে ওই নাবালককে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তার বউদিকে। দু’জনকেই ইংলিশবাজারে নিয়ে আসা হয় শনিবার সকালে।


    উদ্ধার হওয়া নাবালকের দাদা সেলিম শেখের দাবি, তাঁদের পরিবারের বধূ জাহিরাই পরিকল্পনা করে অপহরণের ঘটনা ঘটিয়েছিল। তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কও আছে বলে দাবি সেলিমের। ধৃত বধূর কড়া শাস্তি দাবি করেছে ওই নাবালকের পরিবার।


    মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ইংলিশবাজারের কমলাবাড়ির বাসিন্দা নাবালকের মা পিঙ্কি বিবির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে। কাটিহারের মানসাই থানা এলাকার ধনতলা গ্রাম থেকে নাবালককে সাফল্যের সঙ্গে উদ্ধার করা হয়েছে। তার বউদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)