• হাতির হানায় মৃত্যুতে রাস্তা অবরোধ ফালাকাটায়
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: বাড়ির উঠোনে হাতির হানায় আহত হয়ে ছ’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার সন্ধ্যায় মারা গেলেন পরিতোষ দাস (৪৫)। শনিবার এই খবর ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়তের তালুকের টারিতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। মৃতদেহ গ্রামে নিয়ে এসে ফালাকাটা-মাদারিহাট সড়কের ছয় মাইলে অবরোধ করে বিক্ষোভে শামিল হন গ্রামবাসীরা। ১৫ মিনিট অবরোধ চলে। পরে ফালাকাটা থানার পুলিস আসে। মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা এসে তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। 


    মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাঁরা নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন।  
  • Link to this news (বর্তমান)