• সোমবার থেকে কচড়া স্কুল খোলার নির্দেশ এসআইয়ের
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: কুশমণ্ডির কচড়া হাইস্কুল খুলতে নিরাপত্তা চেয়ে পুলিসের কাছে আবেদন করল পরিচালন সমিতি। ছাত্র মৃত্যু ঘটনার পর তৃতীয় দিনে পড়ল স্কুলের অচলাবস্থা। এদিকে বিনা নোটিশে বন্ধ করে রাখা স্কুলের পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা শিক্ষা দপ্তর স্কুলে আসা তো দূরের কথা, ন্যূনতম উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীর। স্কুল খুলতে নিরাপত্তা চেয়ে কুশমণ্ডি থানা, গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে লিখিতভাবে জানিয়েছে স্কুল পরিচালন সমিতি। 


    যদিও ঘটনার দিন বুধবার থেকে কুশমণ্ডি থানার পক্ষ থেকে স্কুল চত্বরে ২৪ ঘণ্টার জন্য পুলিস পিকেট বসেছে। শনিবার স্কুলে কয়েকজন শিক্ষক উপস্থিত হলেও পড়ুয়ারা স্কুলমুখী হয়নি। কবে পঠনপাঠন স্বাভাবিক হবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


    গ্রামবাসীদের অভিযোগ, পুলিসি নিরাপত্তা থাকা সত্ত্বেও ইচ্ছা করে শিক্ষকরা ছুটি কাটাচ্ছেন। পুলিস থাকার পরও আর কী ধরনের নিরাপত্তা দরকার স্কুলের পরিস্থিতি স্বাভাবিক করতে, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, ঘটনার দিন থেকে আমরা কুশমণ্ডি থানার পক্ষ থেকে পর্যাপ্ত বাহিনী ২৪ ঘণ্টার জন্য রেখেছি। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের তরফে নিরাপত্তা রয়েছে। স্কুল খোলার যথেষ্ট পরিবেশ রয়েছে এলাকায়। জেলা স্কুল পরিদর্শক (সেকেন্ডারি) নিতাই দাস বলেন, গ্রাম থেকে ছাত্রদের নিয়ে এসে সোমবার থেকে স্কুল খুলে পঠনপাঠন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)