• তৃণমূলের বিধায়ক সংখ্যা বেড়ে ২১৫, বিজেপির ৭৭ থেকে কমতে কমতে ৬৬
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • রাহুল চক্রবর্তী, কলকাতা: লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনেও অব্যাহত থাকল। চারটি কেন্দ্রেই জয়লাভ করেছে তারা। এই ভোটে তারা একদিকে যেমন হারানো জমি পুনরুদ্ধার করতে পেরেছে, তেমনই রায়গঞ্জে এই প্রথম ফুটেছে জোড়াফুল। এরপর রাজ্যের আরও ছ’টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। সেখানেও দলের খুব ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূল নেতারা।


    ২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূলের বিধায়ক সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। কখনও ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। কখনও আবার বিজেপির একাধিক বিধায়ক শামিল হয়েছেন তৃণমূলে। শনিবার বিজেপির হাতে থাকা তিনটি বিধানসভা ছিনিয়ে নেয় তৃণমূল। কলকাতার মানিকতলা বিধানসভা আগেও তৃণমূলের দখলে ছিল। তবে একুশের নির্বাচনে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি। উপ নির্বাচনে তিনটি জায়গাতেই তারা পরাজিত হয়েছে। বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা সরকারিভাবে ২১৫। নির্দল বিধায়ক রুদেন সাদা লেপচা তৃণমূলের সঙ্গে রয়েছেন। পাশাপাশি, দলবদলু একাধিক বিধায়ক রয়েছেন, যাঁরা বিজেপি ও কংগ্রেসের হয়ে জিতলেও পরে তৃণমূলে শামিল হয়েছেন। এই তালিকায় আছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, বায়রন বিশ্বাস, হরকালি প্রতিহার। অর্থাৎ নির্দল ও দলবদলুদের ধরলে তৃণমূলের বিধায়ক সংখ্যা এখন ২২১।


    রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপ নির্বাচন বাকি রয়েছে। তার মধ্যে পাঁচটি তৃণমূলের দখলেই ছিল। তারা আশাবাদী, জনসমর্থনের এই ধারা অব্যাহত থাকবে এবং ছ’টি কেন্দ্রেই জয় আসবে। বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘প্রত্যেকটি ভোটেই  মানুষ তৃণমূল প্রার্থীদের সমর্থন উজাড় করে দিচ্ছেন। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’ অন্যদিকে, ২০২১ সালে বিজেপি জিতেছিল ৭৭টি বিধানসভা আসনে। এখন তা কমে দাঁড়িয়েছে ৬৬। এছাড়া আছেন একজন আইএসএফ বিধায়ক। এভাবে বিধায়ক সংখ্যা কমে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।


    বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এখন বিধায়কদের মধ্যে প্রবীণতম হলেন ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী। তিনি ১০ বারের বেশি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে দশবারের নির্বাচিত বিধায়ক ছিলেন রেজ্জাক মোল্লা। এখন তিনি বিধায়ক নন। বর্তমান যাঁরা বিধায়ক রয়েছেন, তাঁদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় আটবারের বিধায়ক। পাশাপাশি, বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে পা রাখতে চলেছেন বাগদার উপ নির্বাচনে জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স মাত্র ২৫ বছর। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমার মতো প্রবীণরা যেমন বিধানসভায় রয়েছেন, তেমনই সুপ্তি, মধুপর্ণা, সায়ন্তিকার মতো নতুন প্রজন্মও বিধানসভায় শামিল হচ্ছেন। নবীন-প্রবীণের মেলবন্ধনে এগিয়ে যাবে রাজ্যের উন্নয়ন।’ 
  • Link to this news (বর্তমান)