• জয়ের উচ্ছ্বাসে মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল নেত্রী
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে তৃণমূলের বিজয়রথ।  আর দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ক্রমশ কোণঠাসা করে ফেলছে ‘ইন্ডিয়া’ জোট।  পশ্চিমবঙ্গের চারটি সহ দেশের ১৩টি বিধানসভা উপ নির্বাচনের ফলাফল থেকে বিষয়টি স্পষ্ট। জয়ের এই উচ্ছ্বাসকে সঙ্গী করে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ধন্যবাদ জানালেন মা-মাটি-মানুষকে।‌ সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ‘অল ইন্ডিয়ার ট্রেন্ড পুরোটাই বিজেপির বিরুদ্ধে। এই ট্রেন্ড থেকে স্পষ্ট, দেশবাসী এখন এনডিএর ফেভারে নয়, ইন্ডিয়ার সঙ্গে। আমি যেটুকু শুনেছি, এনডিএ পেয়েছে ৪৬ শতাংশ ভোট। আর ইন্ডিয়া ৫১ শতাংশ।’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘ ওরা আবার এজেন্সি-রাজ শুরু করছে। আমি ন্যায় সংহিতা বিলের বিষয়টি রিভিউ করতে বলছি। এটা সুষ্ঠু গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ ব্যক্ত করব, যখন আমাদের বিধানসভার অধিবেশন শুরু হবে। নিট এবং  ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে কথা বলব।’ মুম্বইয়ে আম্বানিদের অনুষ্ঠান থেকে ফিরে শনিবার বিমানবন্দরে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। 


    রাজ্যের চারটি বিধানসভায় দলের জয় ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেন, ‘মানিকতলা আমাদের ছিল।‌ গত দু’বছর কোর্টে মামলা করে ভোট করতে দেওয়া হয়নি। সাধনদার মৃত্যুর পর সুপ্তির জেতাটা খুব ভালো ব্যাপার। লোকসভা‌ নির্বাচনেই রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী জিতবে বলে জানতাম। কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ভাগ করেছে। বিভাজনের রাজনীতি হয়েছিল তখন।‌ তখনই আমি ওঁকে‌ বলেছিলাম, তুমি বিধায়ক ছিলে, আবার দাঁড়াও। ও চ্যালেঞ্জ গ্রহণ করেছে। মানুষ ওঁকে সমর্থন দিয়েছে। আমরা মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ রানাঘাট দক্ষিণ বিধানসভার জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপির বিধায়ক ছিলেন। পরে তিনি তৃণমূলের টিকিটে রানাঘাট লোকসভায় দাঁড়িয়ে হেরে যান। বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছেন। তাঁর প্রসঙ্গে মমতা বলেন, ‘নানা চক্রান্তের কারণে তিনি হেরে গিয়েছিলেন। নির্বাচন কমিশনেরও চক্রান্ত ছিল।’ বাগদার জয় নিয়ে বলেন, ‘লোকসভায় বিশ্বজিৎ হেরে গিয়েছিল। ও আমায় বলেছিল, আমি এবার লড়ব না। মধুপর্ণা খুব ভালো লড়াই করে জিতেছে। এটা মানুষের জয়।‌ সমাজ সংস্কার ও সমাজের জাগরণ ঘটানোই আমাদের লক্ষ্য। অনেক বাধা,  চক্রান্ত,  এজেন্সি উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছেন। এই জয় আমরা একুশে জুলাই উৎসর্গ করব।’


    মুম্বই সফর নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, ‘আমার সময়কার পুরনো দিনের নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করব না, এটা হয় না। শরদ পাওয়ার প্রবীণ নেতা। উদ্ধব  আমার পরিবারের সদস্যের মতো। অখিলেশও তাই। আমি মুম্বই যাব, অথচ তাঁদের সঙ্গে দেখা করে কথা বলব না, এটা হতে পারে না। তাছাড়া মুকেশ আম্বানি আমাদের অনেক সম্মান দিয়েছেন। দেশ এবং পৃথিবীর অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়েছে। তাঁকে বাংলায় আসতে বলেছি। ফিল্ম ফেস্টিভ্যলে এসে ওঁকে কবিতা বলতে বলেছি। জাভেদ আখতার, শাবানা আজমির সঙ্গেও দেখা হয়েছে। ৪ ডিসেম্বর ফিল্ম ফেস্টিভ্যালে তাঁদের আসতে অনুরোধ করেছি। শাহরুখের সঙ্গে আমার দেখা হয়নি। শচীনের সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়েছে অখিলেশ, তেজস্বী এবং বসুন্ধরার সঙ্গেও।’ 
  • Link to this news (বর্তমান)