• শিলিগুড়ি-আসানসোলে এবার চালু হচ্ছে দেশের সর্বপ্রথম সরকারি পরিবহণ অ্যাপ
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • রাজু চক্রবর্তী, কলকাতা: মহানগরীর সীমানা ছাড়িয়ে ‘যাত্রী সাথী’ অ্যাপ এবার চালু হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের দুই প্রান্তে। খুব শীঘ্রই শিলিগুড়ি ও আসানসোলে এই বিশেষ পরিষেবা পাবেন নাগরিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতায় ইতিমধ্যেই চালু হয়েছে দেশের প্রথম সরকারি পরিবহণ অ্যাপ ‘যাত্রী সাথী’। বেসরকারি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে যাত্রীদের থেকে চড়া হারে ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি ক্যাব চালকদের বঞ্চিত করে মাঝখান থেকে লাভের গুড় হিসেবে বাড়তি কমিশন তুলে নিচ্ছিল সংস্থাগুলি। ফলস্বরূপ যাত্রী, চালক ও গাড়ির মালিক তিনপক্ষই প্রতারিত হচ্ছিলেন। তার প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি দপ্তর সরকারি এই অ্যাপ তৈরি করে। সেখানে যাত্রীরা প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কম ভাড়ায় ক্যাব পরিষেবা পাচ্ছেন। পাশাপাশি পরিচালন ব্যয় খাতে সামান্য টাকা কেটে বাকিটা চালক ও গাড়ির মালিকদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। 


    এই প্রসঙ্গে শুক্রবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, শিলিগুড়ি-আসানসোল পুলিস কমিশনারেটকে ইতিমধ্যেই এই সংক্রান্ত অনুমতি দেওয়া হয়েছে। এই যাত্রী-বান্ধব সরকারি অ্যাপের সুবিধার ব্যপ্তি আরও বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছে দিতেই এই পদক্ষেপ।


    আপাতত গোটা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকবে দুই কমিশনারেট। এই প্রসঙ্গে শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর বলেন, গোটা শহরজুড়ে ‘যাত্রী সাথী’ অ্যাপের প্রচারে ব্র্যান্ডিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। এদিনই ২৬৩ জন গাড়ি চালককে টি-শার্ট বিলি করা হয়েছে। উত্তরবঙ্গের গেটওয়ে শিলিগুড়ির সব জায়গায় ও সমস্ত রাইডে এই অ্যাপ খুব শীঘ্রই চালু হয়ে যাবে। প্রথামিকভাবে বাগডোগরা এয়ারপোর্ট, নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জংশন স্টেশন এই পরিষেবা মিলবে। পরবর্তী সময়ে ‘যাত্রী সাথী’র পরিধি বাড়ানো হবে বলেও জানান শিলিগুড়ির পুলিস কমিশনার। 


    অন্যদিকে, আসানসোলের পুলিস কমিশনার সুনীল চৌধুরী বলেন, দুর্গাপুর-আসানসোল ও অন্ডাল এয়ারপোর্টে পরীক্ষামূলকভাবে এই অ্যাপ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাবতীয় প্রস্তুতি। শুরুতে মূলত প্রিপেইড ট্যাক্সিতে এই সরকারি অ্যাপ পরিষেবা চালু করা হবে। দুই আইপিএস কর্তাই আশাবাদী, অভিনব এই ব্যবস্থা যাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। 


    উল্লেখ্য, কলকাতায় রমরমিয়ে চলছে ‘যাত্রী সাথী’ অ্যাপ। বর্তমানে ২২ লক্ষ ৬৪ হাজার ৭৮৭ জন যাত্রী সরকারি এই অ্যাপ ব্যবহার করছেন। অন্যদিকে, এই অ্যাপে নথিভুক্ত হয়েছেন মোট ৪৫ হাজার ৫২২ জন গাড়ি চালক। এখনও পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ৩৫ লাখ ৯৬ হাজার ২২৪টি ট্রিপ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
  • Link to this news (বর্তমান)