• নবনির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ নিয়ে কোনও জটিলতা চাইছে না সরকার, আর্জি রাজভবনকে  
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে দীর্ঘ একমাস জটিলতার সাক্ষী থেকেছে বাংলা। রাজভবনের টালবাহানার জন্যই এত সময় লেগেছিল বলে অভিযোগ তৃণমূলের। শনিবার উপ নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের আরও চার প্রার্থী। তাঁদের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনও জটিলতা চাইছে না বিধানসভা ও পরিষদীয় দপ্তর। সেই মতো আর্জি রাখা হচ্ছে রাজভবনের কাছে।


    শনিবার রাজ্যের চারটি বিধানসভা উপ নির্বাচনের ফল প্রকাশ হয়। মানিকতলায় সুপ্তি পান্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন। এই চার সদস্যকে এবার বিধায়ক পদে শপথ গ্রহণ করতে হবে। প্রথমে নির্বাচন কমিশন জয়ের বিষয়টি বিধানসভাকে জানাবে। সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে। তারপরই রাজ্যপাল সি ভি আনন্দ বোস সিদ্ধান্ত নেবেন, শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে। পরিষদীয় রীতি-নীতি অনুযায়ী রাজ্যপাল নিজে শপথবাক্য পাঠ করাতে পারেন‌। অথবা বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা অন্য কোনও মনোনীত ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করানোর নির্দেশ দিতে পারেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল নিয়ম মেনে সবটা করবেন, এটাই প্রত্যাশা। উনি নিজে শপথবাক্য পাঠ করাতে পারেন। স্পিকারকে দায়িত্ব দিতেও পারেন। যা-ই করুন, সময়ের মধ্যে করবেন, এটাই আশা করছি।’ পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, ‘নতুন করে যেন কোনও জটিলতা সৃষ্টি না হয়, সেটাই চাইব।’


    জয়ী সদস্যরা বিধায়ক হিসেবে শপথ না নিলে এলাকার কাজ শুরু করতে পারেন না। তাই দ্রুত শপথগ্রহণ অনুষ্ঠান চাইছে বিধানসভা এবং পরিষদীয় দপ্তর। শপথ সংক্রান্ত চিঠি আগামী সপ্তাহের শুরুতে রাজভবনে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। 


    প্রসঙ্গত, গত ৪ জুন লোকসভার সঙ্গে বরানগর এবং ভগবানগোলা উপ নির্বাচনের ফলাফলে জয়ী হন যথাক্রমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তাঁদের শপথ গ্রহণ হয় একমাস পর, ৫ জুলাই। এই একমাস ধরে রাজভবন শপথ নিয়ে নানা টালবাহানা করছিল বলে অভিযোগ সরকার পক্ষের। রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু সেই পথে না হেঁটে বিধানসভা তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। ২ নম্বর অনুচ্ছেদের ৫ নম্বর ধারাকে হাতিয়ার করে বিধানসভার অধিবেশন কক্ষে জয়ী দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শনিবার জেতা চারজনের ক্ষেত্রে রাজভবন ও বিধানসভার মধ্যে এরকম কোনও মতানৈক্য ফের প্রকট হয় কি না, সেটাই এখন দেখার। 
  • Link to this news (বর্তমান)