নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের পর এবার সল্টলেক। শনিবার বিকেলে সিটি সেন্টার-১ লাগোয়া একটি রেস্তরাঁয় আগুন লাগে। সেখান থেকে পাশের আরও একটি রেস্তরাঁয় ছড়িয়ে পড়ে আগুনের শিখা। পুরো ছাই হয় দু’টি দোকানই। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি গুমটি দোকানও। ঘণ্টা দেড়েকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
স্থানীয় সূত্রের দাবি, শনিবার ‘উইকএন্ডে’ সিটি সেন্টার চত্বরে ব্যাপক ভিড় ছিল। সেই পরিস্থিতিতেই সংলগ্ন পেট্রল পাম্পের উল্টোদিকের একটি আফগান খাবারের দোকানে প্রথম আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় সেখান থেকে আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিনিট দশের মধ্যেই পাশের রেস্তরাঁটিও দাউদাউ করে জ্বলতে শুরু করে। দোকানের কর্মচারীরা দ্রুত রান্নাঘর থেকে গ্যাসের সিলিন্ডার বের করে আনতে সক্ষম হন। তা না হলে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতো। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সিটি সেন্টার কর্তৃপক্ষের ব্যক্তির ফায়ার ফাইটাররা। স্থানীয়দের দাবি, এর প্রায় আধঘণ্টা পর সেখান যায় দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। দমকলবাহিনীর কর্মীরা পকেট ফায়ারগুলি সম্পূর্ণভাবে নিভিয়ে দেন। বিকেল ৬টা নাগাদ আগুন পুরো নিয়ন্ত্রণে আসে।
এরপরে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসু। কীভাবে আগুন লেগেছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।