নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বলিউডি সিনেমা ‘দৃশ্যম-২’তে মাটি খুঁড়ে তুলে আনা হয়েছিল কঙ্কাল। তবে ‘রিল’ নয়, তেমনই এক ‘রিয়েল’ ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা! পিচের রাস্তা খুঁড়ে উদ্ধার করা হল এক মহিলার পচাগলা দেহ। শনিবার উত্তর কলকাতার কাশী বোস লেনের সামনে বিধান সরণিতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ট্রামলাইনের ধারে পাইপলাইন বসানোর কাজ চলছিল। মানিকতলা বিধানসভার উপ নির্বাচনের জন্য সেই কাজ এখন বন্ধ রয়েছে। ৯ জুনের পর ওই জায়গায় আর কোনও কাজ হয়নি। কর্মীরা গর্তটি যতটা সম্ভব বুজিয়ে দিয়েই যান। এদিন দুপুরে সেখানেই মাটির নীচ থেকে উদ্ধার হয় দেহটি। মৃত মহিলার পরিচয় এখনও জানতে পারেনি পুলিস। তবে বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে বলে মনে করছে তারা। ময়নাতদন্তের জন্য দেহ আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। তাহলে কীভাবে মৃত্যু হল? দেহ মাটির নীচে গেলই বা কীভাবে? এরকম একাধিক প্রশ্নে রহস্য দানা বাঁধছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিস।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, শনিবার সকালেও কেউ কিছু টের পাননি। বিকেল সাড়ে ৩টে নাগাদ রাস্তার ওই গর্তের পাশে ফাটল দিয়ে তীব্র দুর্গন্ধ বেরতে থাকে। নাকে রুমাল চাপা দিয়ে অনেকে উঁকিঝুঁকি মারতে থাকেন। তখনই মৃতদেহের একাংশ নজরে পড়ে। একটি দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে বলে মনে হয়। তড়িঘড়ি ছুটে আসে বড়তলা থানার পুলিস। প্রায় দেড় হাত মাটি খুঁড়ে বের করে আনা হয় দেহ। মাথা গর্তের ভিতরের দিকে থাকায় পা ধরে দেহ টেনে বার করেন উদ্ধারকারীরা। পচাগলা দেহের উপরের অংশে ধূসর রঙের জামা থাকলেও নিম্নাংশে কিছু ছিল না। তাই মৃত্যুর আগে মহিলা ধর্ষণ বা শারীরিক অত্যাচারের শিকার হয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিস। লালবাজারের এক পদস্থ কর্তা জানান, অন্তত দু’-তিন দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। দেহ গর্তের ভিতরে গেল কীভাবে, তা জানতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে সবার আগে মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।