• বিধান সরণিতে মহিলার দেহ উদ্ধার: ‘গর্ত থেকে হাতটা বেরিয়ে আছে, গা শিউরে ওঠল!’ 
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • পান্নালাল মিত্র (ঘটনার প্রত্যক্ষদর্শী): পাইপলাইন বসানোর জন্য মাটি কাটা হয়েছিল। সে জন্য দোকানের সামনের কল থেকে অপরিষ্কার জল আসছে। তাই উল্টোদিকের ফুটপাতের কল থেকে জল আনতে গিয়েছিলাম। দেখি, আমার দোকানের সামনে বাইক রেখে দু’জন কয়েক পা পিছিয়ে গেলেন। খোঁড়া জায়গার কাছে গিয়ে পকেট থেকে রুমাল বের করলেন। নাকে চেপে ধরলেন। তারপর নিজেদের মধ্যে কিছু বলতে বলতে বাইকের কাছে ফিরে গেলেন। কৌতূহল হওয়ায় অর্ধেক বোতল জল ভরে‌ থেমে যাই। তাঁদের জিজ্ঞেস করি, ওখানে ওইভাবে কী দেখলেন? তাঁরা জানান, পাইপলাইনের কাজের জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল তার ভিতর থেকে পচা গন্ধ বেরচ্ছে। ভিতরে কেউ একজন পড়ে রয়েছে। শুনে আশ্চর্য হই। সকাল থেকে দোকান খোলা। এমন তো কিছু দেখিনি। কেউ ওখানে পড়ে গিয়েছেন তাও শুনিনি। তাহলে হঠাৎ দুপুর সাড়ে তিনটের সময় কী এমন হল? ছুটে যাই ওই জায়গায়। সত্যিই খুব গন্ধ বের হচ্ছিল। গা গুলিয়ে উঠছিল। ভালো করে দেখতেই গা শিউরে উঠল। গর্তের ভিতর থেকে বেরিয়ে রয়েছে একটি হাত। পড়ে থাকা মানুষটি মহিলা না পুরুষ, কিছুই বুঝিনি তখন। দেখলাম মাথাটা ভিতরের দিকে ঢোকানো। খুব অন্ধকার ভিতরটা। তাই মুখ দেখতে পাইনি। ওই দৃশ্য দেখার পর বুঝে উঠতে পারছিলাম না কী করব। তখন পাড়ার‌ একটি ছেলেকে ঘটনাটা বলি। ও নিজের চোখে দেখে। সঙ্গে সঙ্গে বড়তলা থানায় ফোন করে খবর দেয়। তারপরই তো পুলিসে পুলিসে ছয়লাপ। ওখানে আর যাইনি। নিজের পাড়ায় দেখা এই দৃশ্য কোন‌ওদিন ভুলতে পারব না।
  • Link to this news (বর্তমান)