• মানিকতলায় জয়ী ‘বন্ধু’ সুপ্তি পান্ডেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি কলকাতা: টানা ন’বারের বিধায়ক সাধন পান্ডের গড়কে অক্ষত রাখলেন স্ত্রী সুপ্তি পান্ডে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিপুল জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী। শনিবার প্রকাশিত ভোটের ফলাফলে দেখা গিয়েছে, সুপ্তি পান্ডেকে ঢেলে ভোট দিয়েছেন মানিকতলা এলাকার মানুষ। সুপ্তি জিতেছেন ৬২ হাজারেরও বেশি ভোটে। ইভিএম এবং পোস্টাল ব্যালট মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৮৩ হাজার ১১০। সেখানে বিজেপি প্রার্থী কল্যাণ  চৌবে পেয়েছেন মাত্র ২০ হাজার ৭৯৮টি ভোট। আরও খারাপ অবস্থা সিপিএম প্রার্থী রাজীব মজুমদারের। ১০ হাজার ভোটও তিনি পাননি।


    এই বিপুল জয়ের জন্য এলাকার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল প্রার্থী। সাধন পান্ডের ক্যারিশমা এবং তৃণমূলের সাংগঠনিক শক্তির জোরেই এই সাফল্য এসেছে বলে জয়ী প্রার্থী জানিয়েছেন।


    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী সুপ্তি পান্ডে। স্বাভাবিকভাবেই ভোটের ফল প্রকাশের পর দু’জনের টেলিফোনে কথা হয়েছে। বন্ধু সুপ্তিকে জয়ের শুভেচ্ছা জানিয়ে এলাকায় আরও ভালো করে কাজ করা এবং মানুষের সঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন মমতা। সুপ্তি বলেন, ফোনে কথা হয়েছে মমতার সঙ্গে। আমায় বলল, আজকে বাড়িতে আসিস না। আমি তোকে সময় মতো ডেকে নেব। অনেক শুভেচ্ছা। ভালো করে এলাকায় কাজ কর। এলাকা সামলে রাখবি।


    মানিকতলা বিধানসভা উপ নির্বাচনের ঠিক আগে একটি কোর কমিটি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে কুণাল ঘোষকে। দলের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, এই কোর কমিটি আপাতত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মানিকতলায় কাজ চালিয়ে যাবে। নবনির্বাচিত বিধায়ককে কাজে সহযোগিতা করবে, এলাকার সংগঠন বিস্তার, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে। কুণাল ঘোষ বলেছেন, হারের হ্যাটট্রিক করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। প্রায় ৬৩ হাজারের ভোটে তৃণমূল প্রার্থী জিতেছেন। তাই শুভেচ্ছা স্বরূপ ৬৩টি রসগোল্লা কল্যাণ চৌবের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে ২০১৯ সালে কৃষ্ণনগরে কল্যাণ চৌবে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। তারপর ২০২১ সালে মানিকতলা বিধানসভা নির্বাচনে, এবার উপ নির্বাচনে পরাজিত হলেন তিনি। ফুটবলার তথা গোলরক্ষক কল্যাণ পরপর তিনটি নির্বাচনেই গোল খেয়ে গেলেন। যদিও হারের হ্যাটট্রিক করে কল্যাণ দাবি করেছেন, এবারের ভোটে তো খেলাই হয়নি। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। বুথে বুথে দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী।  
  • Link to this news (বর্তমান)