সংবাদদাতা, বনগাঁ: বাগদার উপ নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল। বাগদা বিধানসভা কেন্দ্রে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। লোকসভা ভোটের এক মাসের ব্যবধানে দেখা গেল হাওয়া এবার জোড়াফুল মুখী। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই ভরসা রাখলেন বাগদাবাসী। উপ নির্বাচনে বাগদা কেন্দ্রে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ৩৩ হাজার ৪৫৫ ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। এদিন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ভোট গণনা ছিল। সবক’টি কেন্দ্রে তৃণমূল জয়ী হয়। জয়ের পর মধুপর্ণা বলেন, এই জয় আসলে বাগদাবাসীরই জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। বাগদার মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন।
শনিবার গণনা শুরু হতেই এগিয়ে যায় তৃণমূল। প্রতিটি রাউন্ডেই বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে ছিলেন মধুপর্ণা। রাউন্ড যত এগিয়েছে, ততই বেড়েছে ব্যবধান। বাগদা ব্লকের ৯টি ও বনগাঁ ব্লকের ৩টি পঞ্চায়েতের একটি বাদে সবক’টি পঞ্চায়েতে জয় পেয়েছে তৃণমূল। একমাত্র হেলেঞ্চা পঞ্চায়েতে প্রায় ৫০০ ভোটে বিজেপি জয়ী হয়েছে। এই পরাজয়ে ছাপ্পা ভোটের অভিযোগ এনেছেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। তিনি বলেন, বাগদায় ভোট হয়নি, প্রহসন হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাগদাবাসীর ভোট বিজেপির পক্ষেই পড়েছে। ভোটে সন্ত্রাস করে জিতেছে তৃণমূল।
ভোট ময়দানে নেমে অনেকটাই আশার আলো দেখিয়েছিল ফরওয়ার্ড ব্লক। একসময় ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল বাগদা। বেশ কয়েক বছর বাগদায় প্রার্থী দেয়নি তারা। বাগদা উপ নির্বাচনে তারা প্রার্থী দেওয়ায় দলীয় কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছিলেন। প্রচারে ভিড় উপচে পড়ে। একাধিক বাম নেতা প্রচারে আসেন। তবে ফল আশানুরূপ না হওয়ায় হতাশ কর্মীরা। মাত্র ৮ হাজার ১৮৯ ভোট পান ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর বিশ্বাস। তিনি বলেন, বিজেপির ভোট তৃণমূলে পড়ায় আমরা আশানুরূপ ফল করতে পারিনি। দলীয় কর্মীদের মনোবল জোগাতে আমরা সবসময় উৎসাহ জুগিয়ে এসেছি। বহিরাগত প্রার্থী ভোটে জয়ী হওয়ায় বাগদার বাসিন্দাদের ভুগতে হবে।
উপ নির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করতেই বাগদায় একপ্রকার বিদ্রোহ শুরু করেন স্থানীয় গেরুয়া কর্মীরা। বহিরাগত প্রার্থীকে মেনে নেননি তাঁরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এলাকায় সভা করেন। তাঁদের মধ্য থেকে নির্দল প্রার্থী হিসেবে সঙ্ঘের এক সদস্যকে ভোটে দাঁড় করানো হয়। প্রচারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রার্থী। তবে ভোটে সেভাবে প্রভাব ফেলতে পারেননি নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার। মাত্র ১৪৩৮টি ভোট পান তিনি। তিনি বলেন, বিজেপি সমর্থকরা বহিরাগত প্রার্থীকে হারাতে তৃণমূলে ভোট দিয়েছেন। ফলে ব্যবধান অনেকটাই বেড়েছে। এদিকে ভোটে ব্যাপক ব্যবধানে জয়ের জন্য বাগদার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছে তৃণমূল। আগামী দিনে বাগদায় আরও উন্নয়ন করতে চায় তারা।