• হাড়োয়ায় মহিলাকে গুলি, গ্রেপ্তার দুই
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার রাতে হাড়োয়ার মোহনপুরে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার দুই। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোশারফ শেখ ও মফিজুল শেখ। শনিবার তাদের বসিরহাট আদালতে তোলা হলে ছ’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রাথমিকভাবে পুলিস জানতে পেরেছে, যে দুষ্কৃতী গুলি চালিয়েছিল, তাকে আগ্নেয়াস্ত্র জোগান দিয়েছিল ধৃতরা। তবে, মূল অভিযুক্ত এখনও অধরা। তাকে ধরতে ধৃত ওই দু’জনকে দফায় দফায় জেরা করছে পুলিস।


    উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে হাড়োয়া থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর গ্রামে শম্পা দাস (২৫) নামে এক মহিলাকে গুলি করে চম্পট দেয় এক দুষ্কৃতী। ঘটনাস্থল থেকেই একটি বন্দুক উদ্ধার করে পুলিস। সেই উদ্ধার হওয়া বন্দুক নিয়ে তদন্ত চালিয়ে পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় রয়েছে ওই মহিলার স্বামী অসিত সর্দার। দাম্পত্য কলহের কারণে শম্পার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শম্পা বাপের বাড়ি পশ্চিম মোহনপুরে থাকতেন। বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়।
  • Link to this news (বর্তমান)