• শহর পরিচ্ছন্ন রাখতে ৬৬টি পুরসভাকে রাতেও সাফাই চালুর নির্দেশ দিল ‘সুডা’
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পুরসভাগুলিকে রাতের বেলাও সাফাই চালু করার নির্দেশ দিল সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি)। অর্থাৎ, এখন থেকে শুধু সকালবেলা নয়, সন্ধ্যার পরেও রাস্তা সাফাই করবেন পুরসভার কর্মীরা। নির্দেশে পরিষ্কার বলা হয়েছে, রাস্তায় যেন জঞ্জাল পড়ে না থাকে। সন্ধ্যার পর যেখানে বাজার বসে বা ফাস্টফুড বিক্রি হয়, সেখানে জঞ্জাল ফেলার জন্য আলাদা বিন দেওয়া হবে। সেখানেই যাবতীয় জঞ্জাল, আবর্জনা ফেলা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া কাউন্সিলারদের রোজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এলাকায় ঘুরে ঘুরে জঞ্জাল সাফাইয়ের কাজ ‘মনিটরিং’ করতে হবে। শহরের ব্যস্ততম জায়গায় ‘কমিউনিটি টয়লেট’ বানাতে হবে। আগে থেকেই সুলভ শৌচালয় থাকলে তা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে কি না, নিয়মিত নজরদারি রাখতে হবে। এর জন্য আলাদা করে দায়িত্ব দিতে হবে একজনকে। প্রয়োজনে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাজে লাগানো যেতে পারে বলেও জানিয়েছে সুডা। সুলভ বা কমিউনিটি টয়লেটে সবসময় যাতে পর্যাপ্ত জলের সরবরাহ থাকে, তা নিশ্চিত করতে পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছেন সুডার কর্তারা। 


    শুক্রবার ও শনিবার ৬৬টি পুরসভার জঞ্জাল বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য এবং অফিসার-ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন সুডার কর্তারা। সেখানে পুরসভাগুলির জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। ওই পারফরম্যান্স খারাপ থাকার জন্য পানিহাটি, ভাটপাড়া ও হাওড়া পুরসভার যেমন সমালোচনা করা হয়েছে, তেমনই ভালো কাজের জন্য প্রশংসিত হয়েছে বৈদ্যবাটি, উত্তরপাড়া, বসিরহাট প্রভৃতি পুরসভা। শুক্রবার বারাকপুর মহকুমার পুরসভাগুলির সিআইসি ও অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন সুডার আধিকারিকরা। শনিবার মূলত হাওড়া, হুগলির পুরসভাগুলির কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক হয় তাঁদের। 


    বৈঠকে সুডার কর্তারা আরও জানিয়েছেন, কোনওভাবে জলের অপচয় করা যাবে না। এক্ষেত্রে পুরসভাগুলিকে বিশেষ নজর দিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও অপচনশীল জঞ্জাল আলাদা করে জমানোর কথা বলতে হবে। বাজার এলাকায় বিশেষ অভিযান করতে হবে পুরসভাকে। সকাল-সন্ধ্যা সাফাইকর্মীদের কাজে লাগাতে হবে। দেখতে হবে, কোথাও যেন প্লাস্টিক ব্যবহার না হয়। নর্দমাও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পুরদপ্তর চাইছে, প্রতিটি পুরসভা এলাকা পরিচ্ছন্ন ও ঝাঁ চকচকে থাক। শেষ পর্যন্ত এই নির্দেশ কতখানি কার্যকর হয়, সেটাই এখন দেখার। 
  • Link to this news (বর্তমান)