• ফের গঙ্গায় ঘড়িয়াল দেখে কুমির-আতঙ্ক, এবার হিন্দমোটর, কোন্নগর
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিগত বেশ কয়েক মাস ধরে গঙ্গায় কুমির ভেসে বেড়াচ্ছে বলে আতঙ্ক ছড়িয়েছে। কখনও হুগলি, কখনও হাওড়া শহর, কখনও উলুবেড়িয়ায় গঙ্গা সংলগ্ন এলাকায় এনিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার হুগলির কোন্নগর ও হিন্দমোটরের গঙ্গায় এই আতঙ্ক। যদিও আদতে সেটি কুমির নয়, ঘড়িয়াল বলেই জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। 


    কোন্নগর ফেরিঘাটে নৌকা পারাপারের সময় জলে ভাসমান ওই ঘড়িয়ালটিকে নিয়ে ভিডিও মোবাইলবন্দি করেন নৌকার চালক। বিষয়টি জানাজানি হতেই গঙ্গার পাড়ে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণীটিকে কুমির বলে দাবি করে ভিড় জমাতে থাকে বহু মানুষ। অনেকে আবার সেটিকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এই দৃশ্যেরও বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। প্রাণী বিশেষজ্ঞদের দাবি, ভাইরাল ভিডিওগুলিতে যে প্রাণীটিকে জলে ভাসতে দেখা যাচ্ছে, সেটি মোটেও কুমির নয়। গঙ্গায় কুমির আসার কোনও সম্ভাবনাই নেই। ভিডিওতে থাকা প্রাণীটি আসলে গাঙ্গেয় ঘড়িয়াল। কুমিরের মত শরীরের বাকি অংশ দেখতে হলেও, এদের মুখ ছুঁচলো। কুমিরের মুখ অনেক চওড়া হয়। পাশাপাশি তাঁরা দাবি করেছেন, এই ধরনের ঘড়িয়াল গঙ্গারই প্রাণী। ফলে তাদের গঙ্গায় দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু নয়। মানুষের উপর সাধারণত এরা হামলা করে না। মূলত মাছই এদের খাদ্য। তাছাড়া সময়ের সঙ্গে ঘড়িয়ালের সংখ্যা কমে আসছে। তাই অযথা কুমির ভেবে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এনিয়ে বনদপ্তর পদক্ষেপ করুক। মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। অনেকেই গঙ্গায় স্নান করতে নামতে পারছেন না।
  • Link to this news (বর্তমান)