• ফুটপাতে পড়ে থাকা ট্রান্সফরমার সরাতে বিদ্যুৎ দপ্তরকে চিঠি মধ্যমগ্রাম পুরসভার
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোদপুর রোডের ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে মধ্যমগ্রাম পুরসভা। তারই অঙ্গ হিসেবে এবার পুরসভা ফুটপাতের উপরে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার সরানোর প্রক্রিয়া শুরু করল। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সাজিরহাট পর্যন্ত প্রায় ১০টি বিদ্যুতের ট্রান্সফরমার সরাতে বিদ্যুৎ দপ্তরকে চিঠি দিয়েছে পুরসভা। পুর চেয়ারম্যান নিমাই ঘোষ নিজেও এ নিয়ে পিডব্লুডিকে আবেদন জানিয়েছেন।


    মধ্যমগ্রাম চৌমাথা থেকে সাজিরহাট পর্যন্ত কয়েক কোটি টাকা খরচ করে ফুটপাত তৈরি হয়েছিল। যাতে পথচারীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। কিন্তু ওই ফুটপাতের কিছু অংশ দখল করে হকাররা রমরমিয়ে ব্যবসা করছেন। কোথাও চলছে বিরিয়ানির ব্যবসা, কোথাও আবার ফাস্ট ফুড সেন্টার। ফুটপাত জবরদখল হওয়ার কারণেই হাঁটাচলা করতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। তার উপর গোদের উপর বিষফোঁড়া মতো দাঁড়িয়ে রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমারগুলি। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সাজিরহাট পর্যন্ত ১০টি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। ফলে হাঁটতে গেলে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন পথচারীরা। ফুটপাতে হকার নিয়ন্ত্রণের পাশাপাশি ওই ট্রান্সফরমারগুলি সরানোর প্রক্রিয়া শুরু করেছে মধ্যমগ্রাম পুরসভা। এই নিয়ে পুরসভার পক্ষ থেকে পূর্তদপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। তিনি বলেন, আসলে ফুটপাত তৈরিই হয়েছে সাধারণ মানুষের হাঁটাচলার জন্য। কিন্তু তা দখল হয়ে যাওয়ায় আমরা তাঁদের সরানোর উদ্যোগ নিয়েছি। একইসঙ্গে মধ্যমগ্রাম চৌমাথা থেকে সাজিরহাট পর্যন্ত ফুটপাতের উপরে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারগুলি সমস্যা তৈরি করছে। সেগুলি সরানোর জন্য পূর্তদপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।


    বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক বলেন, পুরসভার চিঠি পেয়েছি। তার ভিত্তিতে পূর্তদপ্তরকে কোটেশন দিতে বলা হয়েছে। পূর্তদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিলে বিদ্যুতের ট্রান্সফরমারগুলি সরানোর কাজ শুরু হবে। এ বিষয়ে নিত্যযাত্রী শ্রাবণী ঘোষ বলেন, সোদপুরমুখী ফুটপাত চুরি হয়ে গিয়েছে। তার উপর আরও জায়গা দখল করে রেখেছে বিদ্যুতের ট্রান্সফরমারগুলি।
  • Link to this news (বর্তমান)