নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার গভীর রাতে বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা। আনন্দপুর থানা এলাকায় রাস্তার ধারের খালে গিয়ে পড়ল গাড়ি। ভিতরে ছিলেন চালক সহ মোট তিনজন। চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, তাঁর নাম রায়ান আলম (২৩)। বেনিয়াপুকুরের বাসিন্দা তিনি। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আলমন খান ও শায়েদ শাহিন হোসেন। তাঁদের বয়সও ২০-২১ বছর। তাঁরা পাম অ্যাভিনিউতে থাকেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারুতি সুজুকি এসএক্স-৪ গাড়িটি চালাচ্ছিলেন রায়ান। তাঁর সঙ্গেই ছিলেন আলমন ও শাহিন। তাঁদের অপর তিন বন্ধু পিছনে অন্য একটি গাড়িতে ছিলেন। রাত ১টা নাগাদ কয়লা ডিপোর কাছে রায়ানের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পিছনে থাকা গাড়িটি থামান চালক। কিন্তু তাতে বিশেষ কোনও সুরাহা হয়নি। পুলিস ঘটনাস্থলে পৌঁছে রেকার ভ্যানের সাহায্যে গাড়িটি খাল থেকে উদ্ধার করে। রায়ানকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।