• তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানিকতলায় জখম ২
    বর্তমান | ১৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে ফল ঘোষণা হয়েছে। তাতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্তি পান্ডে। এরপরেই এলাকা দখলকে কেন্দ্র করে মারধরের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। মানিকতলা থানার ক্যানেল ইস্ট এলাকায় এই ঘটনায় রাতভর চাপা উত্তেজনা। অভিযোগ, একটি ক্লাবকে নিয়ে এলাকা দখল করা নিয়েই এদিন দুই পক্ষের মধ্যে সন্ধ্যা থেকেই চাপা উত্তেজনা ছিল। হঠাৎই রাতে বচসা থেকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। মারধরের ঘটনায় উভয় পক্ষের মোট দু'জন গুরুতর জখম হয়েছেন। পরে মানিকতলা থানার বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও তৃণমূলের দাবি, এতে কোনও রাজনৈতিক বিষয় নেই। ব্যক্তিগত সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)